চট্টগ্রামের চন্দনাইশে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরেক কৃষক। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক জাকির হোসেন উপজেলার বরমা ইউপির বাইনজুরি এলাকার বাসিন্দা। আহত সালাউদ্দিন একই এলাকার শেবন্দী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াদ হোসেন, রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আহত কৃষক সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।
এলাকাবাসী জানান, সোমবার ভোরে জাকির হোসেন ও সালাউদ্দিন ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি বন্যহাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলে জাকির মারা যায়। গুরুতর আহত করা হয় সালাউদ্দিনকে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মন্তব্য করুন