রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর তাপমাত্রা বেড়ে ৪২.৬ ডিগ্রি

তাপপ্রবাহে পানি পানে তৃপ্তি নিচ্ছেন রাজশাহীবাসী। ছবি : কালবেলা
তাপপ্রবাহে পানি পানে তৃপ্তি নিচ্ছেন রাজশাহীবাসী। ছবি : কালবেলা

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত বছরের ১৭ এপ্রিল রাজশাহীতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে টানা এই তাপপ্রবাহ থেকে অতি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজশাহীর মানুষ। ঠা ঠা রোদে পুড়ছে পথঘাট। সূর্যের তাপে গলে যাচ্ছে রাস্তার পিচ। পুকুর-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। পদ্মাপাড়ের এই শহরের অনেক গভীর নলকূপেও কিছুদিন ধরে পানি উঠছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এ ছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

তাই চলতি মৌসুমে বুধবার (১৭ এপ্রিল) থেকে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত রাজশাহীতে ৪০ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল তাপমাত্রার পারদ। কিন্তু হঠাৎ করেই গত শুক্রবার থেকে এই তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।

কয়েকদিন থেকেই তীব্র তাপপ্রবাহের কারণে দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তাপমাত্রা ৪২ ডিগ্রি অতিক্রম করায় শুক্রবার দুপুর ১২টার পর থেকেই রাজশাহীর রাস্তাঘাট একেবারেই ফাঁকা হতে শুরু করে। শুক্রবারের পর থেকে রাজশাহীতে প্রায় একই ধরনের তামপাত্রা বিরাজ করায় নাভিশ্বাস দেখা দিয়েছে জনমনে। পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে, যেন রাজশাহীতে অঘোষিত কোনো কারফিউ চলছে। বেশ কয়েকদিন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় কিছু মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা গেলেও শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহের কারণে গাছের ছায়ার নিচেও মানুষজনকে বসে বিশ্রাম নিতে দেখা যায়নি। তবে রাজশাহীর রাস্তাঘাটে কিছু রিকশাচালক ও খেটে খাওয়া মানুষদের অতি তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে রিকশা চালাতে কিংবা কাজ করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যক্ষেক গাওসুজ্জামান জানান, সোমবার (২৯ এপ্রিল) চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার (২৮ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তামপাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার (২৭ এপ্রিল) ছিল ৪১.৫ ডিগ্রি এবং গত শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে এই দাবদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টি চেয়ে রাজশাহীতে সোমবারও ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। সকালে নগরীর শিরোইল কলোনি স্কুল মাঠ ও ফুদকিপাড়া মন্নুজান স্কুল মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা এই নামাজ আদায় করেছেন।

শিরোইল কলোনি স্কুল মাঠ ও মন্নুজান স্কুল মাঠের এই নামাজে ইমামতি করেন রাজশাহী উলামা কল্যাণ পরিষদের সভাপতি ও সাহেববাজার বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল গনি। নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সভা / ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি মানতে হবে’

পাখি আর মানুষের এক অসম প্রেমের গল্প

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বন্ধের আহ্বান ইউরোপিয়ান কমিশনের 

মেঘনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

মোদি-পুতিন ঘনিষ্ঠতা সত্ত্বেও ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক চাচ্ছে ইইউ

বিতর্কিত শিল্পপতি রিপন মুন্সি অবশেষে কারাগারে

জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

ধর্ষণের অভিযোগের বিষয়ে মুখ খুললেন সেই অভিনেতা

জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার

ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক

১০

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

১১

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরিতে কত?

১২

পাচারের সময় ৭২ বস্তা সরকারি চালসহ মাঝি আটক

১৩

চোখ দেখেই বোঝা যাবে শরীরে কী রোগ হয়েছে

১৪

কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ১৯ জনের মৃত্যু, বাঁচার উপায় কী

১৫

গাজায় চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯

১৬

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

১৭

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

১৮

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

১৯

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

২০
X