ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ সুমন (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) ভোরে আবুল মামার দরবার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ সুমন সোনাগাজী সদর ইউনিয়নের দক্ষিণ চরখোয়াজ গ্রামের হামিদ আলী মাঝি বাড়ির নুরুল আবছারের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১ মে) ভোরে আবু সাঈদ সুমন বাড়ি থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় গ্যাস ভরার জন্য ফেনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ ইউনিয়নের আবুল মামার দরবার নামক স্থানে সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে চালক সুমন মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে সুমন শ্বশুর বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পরে বমি শুরু হলে তার পরিবারের সদস্যরা ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, যতটুকু জেনেছি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায় এবং চালকের মাথায় আঘাত পায়। উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন