ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র ফেনী, আহত শতাধিক

ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

ফেনীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনায় ফেনী শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ইসলামপুর রোড রণক্ষেত্রে পরিণত হয়। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ ও সাংবাদিকসহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ফেনী শহরের জিরোপয়েন্ট এলাকাসহ ইসলামপুর রোডে সংঘর্ষ ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সংঘর্ষ থেমে থেমে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত চলে। এদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় ফেনী পৌর চত্বর থেকে শান্তি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রেস ক্লাব ভবন পার হওয়ার সময় একটি ভবন থেকে ককটেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছিটকে পড়ে। এরপর বিএনপি কর্মীরা অতর্কিতভাবে আওয়ামী লীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি ফজলুর রহমান, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির উদ্দিন ও ধর্মপুর ইউনিয়ন যুবলীগ নেতা জয়নাল আবেদিন গুরুতর আহত হন। তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, প্রতিপক্ষের হামলায় ছাত্রদল ও যুবদলের ৭৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তারেক, কামরুল, ইবু, মো. জলিলুর রহমান, আবু আহম্মদ, খুরশিদ, মুক্তার হোসেন রনি, সৈকত, জাকির আহম্মদ রয়েছে।

জানা গেছে, সংঘর্ষ চলাকালে ফেনী প্রেস ক্লাব ভবন, সাউথ ইস্ট ব্যাংক, যমুনা ব্যাংকসহ বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষ শেষে আওয়ামী লীগ শহরের ট্রাংক রোডে জিরো পয়েন্টে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শান্তি মিছিলে যারা বোমা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপির পদযাত্রায় পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছেন। হামলায় তাদের দলের ৭৬ নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির বেগ জানান, গণমাধ্যম কর্মীরা ছবি তোলার সময় তাদের লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রেস ক্লাব ভবনের গ্লাস ভেঙে আহত হওয়া ছাড়াও বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। বেশ কিছু স্থাপনা ও গাড়ি ভাঙচুর চালিয়েছে। পুলিশ বাধ্য হয়ে তাদেরও পিছু হটানোর জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। ঘটনায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিপি নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

স্থানীয় সরকার বিভাগে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য অচেতন

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টস জয়, দেখে নিন একাদশ

৪ দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন / প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

পাগলা মসজিদের দানবাক্সের চিঠিতে গ্রাম পুলিশের আকুতি

মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ

হেলমেট পরার কথা স্বীকার করে যা বললেন জাপার মহাসচিব

১০

রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে

১১

‘বৃহত্তর সুন্নী জোটের’ আত্মপ্রকাশ

১২

২৪ ঘণ্টা ধরে পড়ে আছে আব্দুর রহমানের লাশ

১৩

বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

১৪

নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

১৫

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

১৬

বিদেশি গোয়েন্দা সংস্থার ৮ গুপ্তচর শনাক্ত, বড় ক্ষতি থেকে বাঁচল ইরান

১৭

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

১৮

প্রথমবার ভারত আসছে লিংকিন পার্ক 

১৯

৩ দলের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

২০
X