ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌন্দর্যের ডালি সাজিয়েছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া

ব্রাহ্মণপাড়ার পথে-প্রান্তরে গ্রীষ্মের পুষ্প উৎসবে ডানা মেলেছে আগুনঝরা কৃষ্ণচূড়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ার পথে-প্রান্তরে গ্রীষ্মের পুষ্প উৎসবে ডানা মেলেছে আগুনঝরা কৃষ্ণচূড়া। ছবি : কালবেলা

‘এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাত, চোখে চোখ, কথা যেত হারিয়ে.../ কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে।’ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের বিখ্যাত গানে আমরা উপলব্ধি করি কৃষ্ণচূড়ার সৌন্দর্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানেও কৃষ্ণচূড়ার দর্শন পাওয়া যায়। তিনি লিখেছিলেন ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে, আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’। ‘রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে/পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া।

প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। কাঠফাটা রৌদ্রের তীব্র তাপদাহ উপেক্ষা করেই বসন্তের সেই রক্তিম রেশ ধরে রেখেছে গ্রীষ্মের চোখধাঁধানো লাল টুকটুকে কৃষ্ণচূড়া। প্রকৃতি যখন পুড়ছে তাপপ্রবাহে, ঠিক তখনই চারপাশের সবকিছুকে রাঙিয়ে দিতে আগমন কৃষ্ণচূড়ার। রুক্ষতাকে হার মানিয়ে প্রকৃতি যেন হেসে উঠলো নতুন করে।

কৃষ্ণচূড়ার লাল রঙেই ভেসে ওঠে গ্রীষ্মের প্রকৃত সৌন্দর্য। রোদ ঝলমলে দিনে, নীল আকাশের নিচে এ ফুল দিগন্তকে যেন সাজিয়ে তোলে মোহনীয় রূপে। কৃষ্ণচূড়ার রাঙা ফুলের বাড়তি এ সৌন্দর্যে সেজেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতি।

উপজেলার পুরোনো বিদ্যাপীঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে, থানা কমপ্লেক্সসহ উপজেলার গ্রামীণ সড়কের পাশে দাঁড়িয়ে নজরকাড়া কৃষ্ণচূড়া গাছ। গাছে লাল হাসিতে ফোটে আছে কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়ার এ নয়নাভিরাম সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন নানা বয়সী মানুষ। কেউ কেউ কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে রাঙা ফুল তুলে নিয়ে যাচ্ছেন বাড়ি।

স্থানীয় বাসিন্দা সাইদুল হক কালবেলাকে বলেন, এক সময় এ জনপদে অনেক কৃষ্ণচূড়া গাছ দেখা যেত। গ্রীষ্মের দিকে রঙিন ফুলের কারণে এ গাছ যত্রতত্র চোখে পড়ত। তবে দিন দিন এর সংখ্যা কমে যাচ্ছে। কৃষ্ণচূড়া গাছে কাঠ হয় না বলে নতুন করে কেউ আর এ গাছ রোপণ করে না। এ তপ্ত প্রকৃতিতে কৃষ্ণচূড়া ফুলে দৃষ্টি পড়লে মন শীতল হয়ে ওঠে। উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, গ্রীষ্মের এই সময়ে প্রকৃতিকে সুশোভিত করে তুলেছে চিকন চিকন সবুজ পাতার ফাঁকে ফোটে থাকা মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া ফুল। আসা যাওয়ার পথে এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন অনেকেই। ছোট বেলায় আমরা ঝরা কৃষ্ণচূড়া ফুল কুড়িয়ে এনে বইয়ের পৃষ্ঠার ভাঁজে লুকিয়ে রাখতাম। সে সময় এটা করে আনন্দ পেতাম। আর এর জন্য সমবয়সীদের মধ্যে এক দারুণ প্রতিযোগিতা ছিল।

আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘প্রকৃতির সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়ার ভূমিকা অপরিসীম। এ ফুল গ্রীষ্মের শুরুর দিক থেকে ফুটতে শুরু করে। প্রকৃতির সবুজ পেছনে ফেলে বেরিয়ে আসতে থাকে লাল রঙের কৃষ্ণচূড়া ফুল। এতে মানুষের দৃষ্টিগোচর হতে থাকে মনোহর সৌন্দর্য। গ্রীষ্মে প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে তোলে কৃষ্ণচূড়া। তবে দিন দিন এ গাছের সংখ্যা কমে আসছে। আমাদের সকলের দায়িত্ব সৌন্দর্য বিলানো গাছটিকে টিকিয়ে রাখতে এর চারা রোপণ করা।

কৃষ্ণচূড়ার মূল আবাস মাদাগাস্কার হলেও ক্যারাবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, ভারতসহ বিশ্বের অনেক দেশে এটি হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধু দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় পাওয়া যায়। এ ছাড়া কোস্টারিকা, পানামাসহ মধ্যম তাপমাত্রার দেশেও এর উপস্থিতি দেখা যায়।

ভারত বর্ষে সাধারণত এপ্রিল-জুন মাসে কৃষ্ণচূড়া ফুল ফোটে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় ভিন্ন ভিন্ন সময়। কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম -ডেলোনিক্স রেজিয়া। যা ফ্যাবেসি পরিবারের অন্তর্গত। ইংরেজিতে এটি পরিচিত ফ্লেম ট্রি হিসেবে পরিচিত।

পাকিস্তান ও ভারতের বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া পরিচিত ‘গুলমোহর’ নামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএমসিতে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে নাতির পর নানির মৃত্যু

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২৬ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

ফের সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১১

ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করবে বিএনপি : টুকু

১২

ড. ইউনুস কি ভালো ভোট করতে পারবেন : মান্না

১৩

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

১৪

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

১৫

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

১৬

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

১৭

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

১৮

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

১৯

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

২০
X