ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিলেন আ.লীগ নেতা

সাংবাদিকের পায়ের নলি কেটে ফেলার হুমকি দেওয়ায় মানববন্ধন করেছে উপজেলার সাংবাদিকরা। ছবি ; কালবেলা
সাংবাদিকের পায়ের নলি কেটে ফেলার হুমকি দেওয়ায় মানববন্ধন করেছে উপজেলার সাংবাদিকরা। ছবি ; কালবেলা

ঢাকার ধামরাইয়ে সংবাদ প্রকাশের জেরে চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক সিরাজুল ইসলামের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা।

এ হুমকি দেওয়ায় ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।

শনিবার (১১ মে) সকাল ১১টায় ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সিরাজুল ইসলাম ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশনের ধামরাই প্রতিনিধি।

চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা নান্নার ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য।

মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক ও তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিবেদক শামীম খান, সাবেক সভাপতি ও আমাদের সময়ের প্রতিনিধি বাবুল হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি আদনান হোসেন।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলার মডেল প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল বায়ান্নর প্রতিনিধি এম শাহীন আলম, প্রেস ক্লাবের সহসভাপতি ও তৃতীয় মাত্রার প্রতিনিধি রণজিৎ কুমার পাল, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক ইমরান খান, বাংলাদেশ বুলেটিন ডটকমের স্টাফ রিপোর্টার সাকিব আসলাম ও সাংবাদিক সায়েম সরকার প্রমুখ।

মানববন্ধনে ধামরাই প্রেস ক্লাবের সভাপতি শামীম খান বলেন, সাংবাদিক সিরাজুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি কোনো অন্যায় করেননি। অথচ ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা এ সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ন্যক্কারজনক এ ঘটনায় চেয়ারম্যান আলতাফের কঠোর শাস্তি দাবি করছি।

তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানা বলেন, বুধবার (৮ মে) সকালে নান্নার ইউনিয়ন পরিষদে যান সাংবাদিক সিরাজুল ইসলাম। এ সময় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় লোকজন তার কাছে বক্তব্য দেন। সেই বক্তব্য ধারণ করে প্রচার করায় চেয়ারম্যান আলতাফ তাকে মুঠোফোনে কল দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন।

ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল হোসেন বলেন, অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সিরাজুল ইসলামকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। মুঠোফোনে হুমকির এ অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একজন ইউপি চেয়ারম্যান এ দুঃসাহস দেখানোর ঘটনায় ধামরাই থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবিলম্বে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

সাংবাদিককে হুমকির ঘটনায় ধামরাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে উল্লেখ করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিযুক্ত নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লাকে বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধামরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, ইত্তেফাকের প্রতিনিধি মিজানুর রহমান, ধামরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৈকত, দেশ রূপান্তরের প্রতিনিধি ওমর ফারুক, দীপ্ত টেলিভিশনের রিপোর্টার এম এ হালিম, চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার রাজীব হোসেন।

আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির রিপোর্টার হুমায়ূন কবির, জনকণ্ঠের প্রতিনিধি সোহেল রানা, খোলা কাগজের প্রতিনিধি রাজিবুল ইসলাম পলাশ, জনবাণীর প্রতিনিধি পলাশ খান, স্বাধীন বাংলার প্রতিনিধি সোহাগ হাওলাদার, জুম বাংলার প্রতিনিধি হাসান ভুঁইয়া, সাংবাদিক ইউসুফ আলী খান, বাংলাদেশের আলোর প্রতিনিধি সৈয়দ আতিকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ধামরাইয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

১১

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

১২

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

১৩

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

১৪

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

১৫

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

১৬

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

১৭

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১৮

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১৯

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

২০
X