বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডোনাল্ড লু’র সফরে আওয়ামী নেতারা নার্ভাস। মনে হচ্ছে লু হাওয়ায় তারা বিপর্যস্ত। না হলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কেন তাদের অস্থিরতা? বুধবার (১৫ মে) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের প্রতি রাজনীতির গতি প্রকৃতির ওপর নজর রাখার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, দেশ ও জনগণের জন্যই বিএনপির রাজনীতি। এজন্য বিএনপির নেতাকর্মীদের অনেক খেসারতও দিতে হয়েছে। তারপরও বিএনপি দেশ ও জনগণের পাশে অবিচল থেকেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যকলাপ এবং দুর্নীতির কারণে দেশ আজ চরম বিপদের মুখোমুখি। জনগণের অবস্থা শোচনীয়। অর্থনীতি ফোকলা হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকছে। রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিদেশিরা তাদের মুনাফার টাকা ফেরত দিতে চাপ দিচ্ছে। অর্থনৈতিক দুরবস্থা ও ডলার সংকটের কারণে সরকার তা দিতে পারছে না। এ অবস্থায় বিএনপি বসে থাকতে পারে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একদফা আন্দোলনে আবারও মাঠের কর্মসূচি আসছে। দেশ ও জনগণকে রক্ষায় এই আন্দোলন সফল করতে হবে।
উপজেলা নির্বাচন বর্জন করায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্বাচন ছিল সরকারের ফাঁদ। জনগণ ও নেতাকর্মীরা এই ফাঁদে পা না দিয়ে সরকারের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা মাহবুবুল আলম বাবুল, খলিলুর রহমান, সোলায়মান সরকার, আব্দুল মোমেন শাহীন, আব্দুস শহীদ, রুহুল আমিন, রফিকুল ইসলাম, আবদুল মতিন, মমতাজ উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম, তোফায়েল আহমেদ, তোফায়েল আলম, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামিম মিয়া, ওলামা দলের মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন