দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

পঞ্চগড় জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
পঞ্চগড় জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের চারজন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বুধবার (২২ মে) বেলা ১১টার দিকে উপজেলার সোনাহার বাজার ও নূরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দ্বিতীয় ধাপে সদ্য অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল। পরে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সোনাহার ইউনিয়নে একটি পক্ষ রহিমুল ইসলাম বুলবুলের পক্ষে নির্বাচনের প্রচারে সরব হন। অন্য পক্ষটি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ভোট বর্জন করে। এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হাফেজ জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে তিনি বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটার উদ্দেশে নূরুর বাজার এলাকায় যান। কেনাকাটা শেষে দোকান ত্যাগের আগমুহূর্তে জাহাঙ্গীরকে অতর্কিতভাবে মারধর করে বুলবুল ও শাহেদ। জাহাঙ্গীর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হওয়ায় ফেসবুকে ভোট বর্জন সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেন। তার দাবি, এই কারণে বুলবুল তার ওপর ক্ষিপ্ত ছিলেন।

আবু তৈয়ব ও সাজু প্রধান নামে অপর দুই আহত ব্যক্তিও একই অভিযোগ করেন। আবু তৈয়বকে বুলবুলের ছোট ভাই টুটুল মারধর করলেও সাজু প্রধানকে পেছন থেকে ঘাড়ে ও মাথায় আঘাত করায় তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। দুজনই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ছিলেন। তবে পরে সাজু প্রধানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এইদিকে চেয়ারম্যানের ভাই টুটুল অভিযোগ করেন, নূরুর বাজারে আমার ভাইকে আটকে রাখা হয়েছে এমন খবরে আমি সেখানে যাই। সেখানে সোবাহান নামে এক ব্যক্তির দোকানে প্রবেশ করলে জাহাঙ্গীরের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো কোনো কিছু দিয়ে টুটুলকে আঘাত করতে গেলে টুটুল তা প্রতিহত করে। এই সময় তার বাম হাতের আঙ্গুলে চোট লাগে।

টুটুল আরও বলেন, সদ্য নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে জয়ী হতে না পারায় আমাদের এমনিতেই মন খারাপ। এর ওপর বিএনপির কিছু মানুষ আমাদের নিয়ে উপহাস করছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, টুটুল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১০

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

১১

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১২

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১৩

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১৪

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৫

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১৬

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১৯

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

২০
X