গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলের ওপর দিয়ে পাকা রাস্তা, ঝুঁকিতে শিক্ষার্থীরা

রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত শতবর্ষী প্রাচীন স্কুল রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে চলে গেছে পাকা সড়ক। ফলে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, তৎকালীন রেলের বড় বাবুদের ছেলেমেয়েদের পড়ানোর জন্য রেলওয়ের নিজস্ব ৫০ শতাংশ জমির ওপর ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ স্কুল। এখন আর আগের সেই জৌলুস নেই। বিদ্যালয়ের মাঝখান দিয়ে নির্মিত হয়েছে পাকা রাস্তা। সেখানে সারা দিন দাপিয়ে বেড়ায় মোটরসাইকেল, ট্রাক আর নসিমন, করিমন। ফলে যে সমস্ত অভিভাবক নিরুপায় হয়ে এখানে সন্তান ভর্তি করান সারাক্ষণ আতঙ্কে থাকেন দুর্ঘটনার। কয়েক বছরের ব্যবধানে ঘটে দুটি দুর্ঘটনা। পাভেল ও সরমী নামে দুই শিক্ষার্থী দুর্ঘটনার মুখোমুখি হয়েছে।

রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বলেন, স্কুলের মধ্যে দিয়ে পাকা রাস্তা হওয়ার ফলে আমাদের সারাক্ষণ সতর্ক হয়ে চলতে হয়। এখান দিয়ে নসিমন, করিমন, দ্রুত গতির মোটরসাইকেলের কারণে স্কুলের ছাত্রছাত্রী এক রকম বন্দি অবস্থায় আছে। সবচাইতে খারাপ ব্যাপার হলো অ্যাসেম্বলির সময়ে যখন ছাত্রছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করে তখন দুই পাশ থেকে মোটরসাইকেল আর নসিমন-করিমনের উচ্চ আওয়াজ আসে সরে গিয়ে তাদের রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য।

স্কুলটি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত। তবে এই স্কুলের অনেক সমস্যা। প্রতিষ্ঠাকালীন থেকে কোনো টয়লেট নেই। স্কুলের কোনো বাউন্ডারি নেই। যে কারণে স্কুলের পাশ দিয়ে বেদখল হয়ে যাচ্ছে। স্কুলের মাঝ দিয়ে পাকা রাস্তা থাকায় শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। তিনি আরও বলেন, এই স্কুলে আমি নিজেও শিক্ষার্থী ছিলাম। তখন থেকে দেখে এসেছি স্কুলের অনেক সমস্যা। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে একাধিকবার মৌখিকভাবে অবগত করা হয়েছে। আশ্বাস পাওয়া যায়, সমাধান হয় না।

পৌর সাত নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কিয়াম শিকদার বলেন, শতবর্ষী বয়সী একটি ছাত্রছাত্রীদের জন্য স্কুলের আলাদা টয়লেট নেই এটা দুঃখজনক। স্কুলের শিক্ষার্থীদের নিরাপদের জন্য অবশ্যই স্কুলের বাউন্ডারি ও টয়লেট প্রয়োজন। এ দিকে বাউন্ডারি না থাকায় চারপাশের অনেক জায়গা বেদখল হয়ে যাচ্ছে। তাছাড়া শিক্ষার্থীরা স্কুলের বাউন্ডারির মাঝে নিরাপদে খেলাধুলা করতে পারবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া স্কুলের বাউন্ডারি যাতে হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়াও শিক্ষার্থীদের সমস্যা সমাধান করে নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়ের ভুল মূল্যায়নেই কি হাতছাড়া হলো বাংলাদেশের জয়?

ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ

‘জোর যার মুল্লুক তার’ এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে : হান্নান মাসুদ

লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি

নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে

এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

১০

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

১১

ঢাকা কলেজ এইচএসসি- ’৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

১৩

ম্যাথুজের মতো সম্মানের সঙ্গে বিদায় চান শান্ত

১৪

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

১৫

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

১৬

রাজশাহীতে সিসিএসের উদ্যোগে মতবিনিময় সভা

১৭

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

১৮

খিলক্ষেতে বিএনপি নেতা জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

১৯

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আসকের উদ্বেগ

২০
X