কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক-জোবাইদার বিরুদ্ধে ২৪ জনের সাক্ষ্য শেষ

তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। পুরোনো ‍ছবি
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। পুরোনো ‍ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পলাতক আসামি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা এ সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে ৫৬ সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ঠিক করেছেন।

সাক্ষীরা হলেন—কর কমিশনার নাফিজ আহমেদ আখতার, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান, উপ-করকমিশনার মহিদুল ইসলাম ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কার্ড ডিভিশনের প্রিন্সিপাল অফিসার কাজী মইনুদ্দিন চিশতিয়া।

২০২২ সালের ১ নভেম্বর পলাতক তারেক ও জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ৫ জানুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন। এরপর তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। এরপর গত ১৩ এপ্রিল আদালত পলাতক তারেক ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। গত ২১ মে আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা সাক্ষ্য দেন।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার করা মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ-টু-আপিল করেন জোবায়দা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত-পা ঝিনঝিন বা তালু চুলকানো কীসের ইঙ্গিত?

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রোববার

পাকিস্তানির হামলায় নিহত ৩ ক্রিকেটারের নাম প্রকাশ করল আফগান ক্রিকেট বোর্ড

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে নারীর কাণ্ড

আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে যুক্ত করতে চান ট্রাম্প

শিশুর চোখের সমস্যার এসব লক্ষণ খেয়াল রাখুন

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহতের ঘটনায় যা বললেন রশিদ খান

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

শীত আসছে, ঠোঁটের যত্ন নিন এ সহজ ৫ উপায়ে

১১

ফ্রান্সে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

টমাহক ক্ষেপণাস্ত্র / ট্রাম্পের সঙ্গে কী কথা হলো, জানালেন জেলেনস্কি

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

১৮ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৬

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১৭

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

১৮

‘ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনগণের কথা বলবে কালবেলা’

১৯

আদমদীঘিতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২০
X