বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
আকরাম হোসেন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সিক্রেট তেলেই জাদু’ ওয়াফিয়া ট্রেডিং করপোরেশনের প্রতারণা

প্রতারণার ফাঁদ পেতে ক্ষতিকারক পণ্য বিক্রি করছে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশন’ অনলাইন শপ। ছবি : সংগৃহীত
প্রতারণার ফাঁদ পেতে ক্ষতিকারক পণ্য বিক্রি করছে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশন’ অনলাইন শপ। ছবি : সংগৃহীত

কখনো বলছে একটি সিক্রেট তেলেই দূর হবে আপুদের সিজারের কাটা দাগ। আবার কখনো বলছে সেই তেলেই দূর হবে মেছতা। আবার কখনো পেটের মধ্যে লাগাচ্ছে সেই তেল। তার সিক্রেট তেলেই নাকি রয়েছে জাদু। এসব বিজ্ঞাপন দিয়েই প্রতারণার ফাঁদ পেতে পণ্য বিক্রি করছে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশন’ নামের অনলাইন শপ।

প্রতিদিনই নানা অঙ্গভঙ্গি করে পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে প্রতিষ্ঠানটি। তার জাদুকরী ক্রিমে নাকি মুহূর্তেই দূর হয়ে যাবে শরীরের সকল গোপন স্থানের দাগ। তাও নাকি কোনো সাইড ইফেক্ট ছাড়া। তবে বিশেষজ্ঞরা বলছে, এটি একেবারেই অসম্ভব। বরং এসব অনুমোদনহীন পণ্য ব্যবহারে রয়েছে মারাত্মক ঝুঁকির আশঙ্কা।

রাজধানীর ঢাকায় কোথাও কোনো শোরুম নেই তাদের। পণ্য যাচাইয়ের জন্য ওয়াফিয়া ট্রেডিং করপোরেশনের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখে একটি পণ্য অর্ডার করা হয়। কয়দিন পর পার্সেলে আসে সেই পণ্য। সেই পণ্যের গায়ে কোথাও নেই কোনো আমদানীকারকের সিল বা স্টিকার।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম জানিয়েছেন, বিদেশ থেকে পণ্য আমদানি করলেও তা বাজারজাত করতে বিএসটিআইয়ের অনুমোদন নিতে হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৪ ধারায় বলা হয়েছে, কোনো পণ্য সেবা বা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করলে অনুর্ধ এক বছরের কারাদণ্ড অনুধিক ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মহাপরিচালক (অতি: সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান ইসলাম কালবেলাকে বলেন, প্যাকেটজাত পণ্য নিয়ে বিএসটিআইয়ের একটি আইন আছে। যেখানে বলা আছে পণ্যের প্যাকেট কিভাবে করতে হবে, কি কি তথ্য থাকা লাগবে। বিশেষ করে আমদানীকারকের স্টিকার, মূল্য, উৎপাদন এবং মেয়াদের তারিখ অবশ্যই থাকতে হবে। ইদানীং এসব বিষয়ে অনেক ব্যত্যয় দেখা যাচ্ছে। এটার বিরুদ্ধে আমরা কাজ করছি।

এসব অভিযোগের বিষয়ে জানতে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশনের’ ফেসবুক পেজে দেওয়া নাম্বারে কল করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গেই কল কেটে দেয়। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেননি।

অন্য নাম্বার থেকে কল করা হলে প্রতিষ্ঠানের মালিক দাবি করা মুরতাদ আমিন জানান, তাদের পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা। তারা আমদানিকারক থেকে নিয়েছেন। যদিও আমদানিকারকের কোনো তথ্য দিতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দলগুলো

তুরস্ক থেকে হাসপাতালে ছুটে এলেন বিমান বাহিনীর প্রধান 

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কমিটি

জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে : সংস্কৃতি উপদেষ্টা

এই শোকের সময়ে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস চার দলের

সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র বানানো সম্ভব নয় : হাসনাত কাইয়ূম

মামদানির নীতিকে ‘ননসেন্স’ বললেন নেতানিয়াহু

‘হানির লগে যুদ্ধ করি ত্রিশ বছর কাডাই দিছ’

ট্রাম্পের চাওয়ায় কোকা-কোলায় এলো পরিবর্তন

১০

নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান, আটক ৪

১১

ওষুধের দাম বেশি নিলে ছাড় নয়, ভোক্তা অধিদপ্তরের হুঁশিয়ারি

১২

সেই শিক্ষক মাহরিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি

১৩

২১ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৬০৬ কোটি টাকা

১৪

জবিতে জনপ্রশাসন সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশের গতিপথ শীর্ষক সেমিনার

১৫

মাইলস্টোন ট্র্যাজেডি / ‘ছেলেকে সবসময় আইনস্টাইন বলে ডাকতাম’

১৬

গ্রহণযোগ্য নির্বাচনেই বিদ্যমান সংকটের সমাধান সম্ভব : লায়ন ফারুক

১৭

শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না : রাশেদ প্রধান

১৮

সিলেট পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ

১৯

‘ওরাও তো আমার সন্তান, একা রেখে কী করে চলে আসি?’

২০
X