আকরাম হোসেন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সিক্রেট তেলেই জাদু’ ওয়াফিয়া ট্রেডিং করপোরেশনের প্রতারণা

প্রতারণার ফাঁদ পেতে ক্ষতিকারক পণ্য বিক্রি করছে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশন’ অনলাইন শপ। ছবি : সংগৃহীত
প্রতারণার ফাঁদ পেতে ক্ষতিকারক পণ্য বিক্রি করছে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশন’ অনলাইন শপ। ছবি : সংগৃহীত

কখনো বলছে একটি সিক্রেট তেলেই দূর হবে আপুদের সিজারের কাটা দাগ। আবার কখনো বলছে সেই তেলেই দূর হবে মেছতা। আবার কখনো পেটের মধ্যে লাগাচ্ছে সেই তেল। তার সিক্রেট তেলেই নাকি রয়েছে জাদু। এসব বিজ্ঞাপন দিয়েই প্রতারণার ফাঁদ পেতে পণ্য বিক্রি করছে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশন’ নামের অনলাইন শপ।

প্রতিদিনই নানা অঙ্গভঙ্গি করে পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে প্রতিষ্ঠানটি। তার জাদুকরী ক্রিমে নাকি মুহূর্তেই দূর হয়ে যাবে শরীরের সকল গোপন স্থানের দাগ। তাও নাকি কোনো সাইড ইফেক্ট ছাড়া। তবে বিশেষজ্ঞরা বলছে, এটি একেবারেই অসম্ভব। বরং এসব অনুমোদনহীন পণ্য ব্যবহারে রয়েছে মারাত্মক ঝুঁকির আশঙ্কা।

রাজধানীর ঢাকায় কোথাও কোনো শোরুম নেই তাদের। পণ্য যাচাইয়ের জন্য ওয়াফিয়া ট্রেডিং করপোরেশনের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখে একটি পণ্য অর্ডার করা হয়। কয়দিন পর পার্সেলে আসে সেই পণ্য। সেই পণ্যের গায়ে কোথাও নেই কোনো আমদানীকারকের সিল বা স্টিকার।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম জানিয়েছেন, বিদেশ থেকে পণ্য আমদানি করলেও তা বাজারজাত করতে বিএসটিআইয়ের অনুমোদন নিতে হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৪ ধারায় বলা হয়েছে, কোনো পণ্য সেবা বা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করলে অনুর্ধ এক বছরের কারাদণ্ড অনুধিক ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মহাপরিচালক (অতি: সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান ইসলাম কালবেলাকে বলেন, প্যাকেটজাত পণ্য নিয়ে বিএসটিআইয়ের একটি আইন আছে। যেখানে বলা আছে পণ্যের প্যাকেট কিভাবে করতে হবে, কি কি তথ্য থাকা লাগবে। বিশেষ করে আমদানীকারকের স্টিকার, মূল্য, উৎপাদন এবং মেয়াদের তারিখ অবশ্যই থাকতে হবে। ইদানীং এসব বিষয়ে অনেক ব্যত্যয় দেখা যাচ্ছে। এটার বিরুদ্ধে আমরা কাজ করছি।

এসব অভিযোগের বিষয়ে জানতে ‘ওয়াফিয়া ট্রেডিং করপোরেশনের’ ফেসবুক পেজে দেওয়া নাম্বারে কল করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গেই কল কেটে দেয়। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেননি।

অন্য নাম্বার থেকে কল করা হলে প্রতিষ্ঠানের মালিক দাবি করা মুরতাদ আমিন জানান, তাদের পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা। তারা আমদানিকারক থেকে নিয়েছেন। যদিও আমদানিকারকের কোনো তথ্য দিতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে মারপিটের ঘটনায় মামলা

সংগঠনের অবস্থা জানতে জেলা সফর শুরু করছে যুবদল

সৌদিতে প্রথমবার সাঁতারের পোশাকে নারী ফ্যাশন শো

তিস্তা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

সমুদ্রপাড়ে সিডিএ প্রকৌশলীদের ‘বারবিকিউ পার্টি’

জমি নিয়ে দ্বন্দ্বে চাচার হাতে ভাতিজি খুন

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার : মান্না

অমরত্ব পেল লেভারকুসেন

শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য : পরশ

১০

ইউরোপে ভয়ংকর মিশনে নেমেছে ন্যাটো-সিআইএ

১১

‘চেয়ারে বসলেই ৫০ কোটি টাকা’

১২

রাজশাহীতে পুলিশ-বিএনপি ধ্বস্তাধ্বস্তি

১৩

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৪

যে বার্তা দিলেন জামায়াতের সেক্রেটারি  

১৫

নাফনদী থেকে দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে আরসা

১৬

বিদ্যুৎস্পর্শে পল্লীবিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / বেশি দামে মসলা বিক্রির সত্যতা পেলেন ম্যাজিস্ট্রেট

১৮

জান্তার হেলিকপ্টার ভূপাতিতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

১৯

বাজারে যাওয়ার পথে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

২০
X