আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম। আগ্রহীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি, ফিশারিজ বিষয়ে এবং দুই বছর মেয়াদি ভোকেশনাল, বিএমটি ও কমার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানে ভর্তি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ জানুয়ারি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীরের সই করা ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানে আসন খালি থাকলে এসএমএসের মাধ্যমে ফল পেয়ে যাবে। ফল পাওয়ার পর নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন সম্পন্ন না করলে শিক্ষার্থী ‘কনফার্মড লিস্টে’ অন্তর্ভুক্ত হবে না এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
আর বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী, ভর্তি নিশ্চায়নের ৭ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে মূল এসএসসি নম্বরপত্র, ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও প্রশংসাপত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করতে হবে। ভর্তি নিশ্চিতকরণে ব্যর্থ হলে প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি বাতিল করা যাবে। তবে যেসব শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানে নিশ্চায়ন করবে, অথবা পূর্ববর্তী কোনো শিক্ষাবর্ষে ভর্তি থেকে রেজিস্ট্রেশন বাতিল করেনি, তাদের রেজিস্ট্রেশন এই শিক্ষাবর্ষে কার্যকর হবে না।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমে আবেদন করতে পারবে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আর দুই বছর মেয়াদি সরকারি শিক্ষাক্রমে এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এবং বেসরকারি প্রতিষ্ঠানে এইচএসসি (বিএমটি) ও ডিপ্লোমা ইন কমার্সে ভর্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া ‘ও’ লেভেল পাস শিক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে সমমান সনদ সংগ্রহ করে, ২০২৫ সালের আবেদনের সময়সীমার অন্তত ২ দিন আগে কারিগরি শিক্ষা বোর্ডের ২ নম্বর ভবনের ৭০৬ নম্বর কক্ষে মূল নম্বরপত্র ও সনদের ফটোকপি জমা দিতে হবে। তার পরই তারা অনলাইনে আবেদন করতে পারবে।
বোর্ড থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থীকে ব্ল্যাঙ্ক ফর্মে ভর্তি করার সুযোগ থাকবে না। সব ধরনের শিক্ষাক্রমের শ্রেণি কার্যক্রম শুরু হবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি (সোমবার) থেকে।
মন্তব্য করুন