চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চুয়েটে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান কোটা আন্দোলনকারীদের

চুয়েটে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছেন কোটা আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
চুয়েটে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছেন কোটা আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসনের দেওয়া হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নির্দেশনার প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়ে আন্দোলনকারীরা।

এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা চুয়েট ছাত্রলীগ কার্যালয়ে ভাঙচুর করে। হলে অবস্থান ও ছাত্ররাজনীতি বয়কটের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতিতে দেন তারা।

বিবৃতিতে আন্দোলনকারী জানান, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় তাদের নিজ নিজ জেলায় গমন করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত। এ ছাড়া চুয়েটে সকলপ্রকার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীভিত্তিক রাজনীতি বর্জন করেছে এবং এসব কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকেও বর্জন করা হবে।

চুয়েট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, এমন যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। দেশের এ ক্রান্তিকালীন সময়ে শিক্ষার্থীরা যেখানে বিশ্ববিদ্যালয় বাস কিংবা ক্যাম্পাসে নিরাপদ নয়।

তিনি বলেন, এমতাবস্থায় হল ছাড়ার নির্দেশ দিলে হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা যাবে কোথায়? আর ওদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়ভার কে নিবে। এজন্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রদত্ত হল ভ্যাকেন্টের সিদ্ধান্তকে বর্জন করলাম।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইহতিশামুল হক চৌধুরী বলেন, আন্দোলনকারীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তাদের মতামত জানাবে। এক্ষেত্রে জোরপূর্বক নির্দেশ চাপিয়ে দেওয়া বোকামী।

ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একপক্ষ ছাত্রলীগকে প্রতিপক্ষ বানিয়ে এ কাজগুলো করছে। ক্যাম্পাসের জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটতে এ ধরনের কাজ করেছে।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে’

শুধু মানুষ নয়, পশুপাখিও চিন্তা করে যুক্তি দিয়ে

শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ

এক দেয়াল ও ১৪ দরজা-জানালা রং করতে ৬৫৮ মিস্ত্রি!

এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি : সালাহউদ্দিন

সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে পারভেজ মল্লিক

‘জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাদের সেবা করার সুযোগ দেবে’

১০

শহীদ শিশু রিয়া গোপ হত্যার বিচারের আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার

১১

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

১২

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক 

১৩

বিএনপি নেতা প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

১৫

শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত

১৬

তারা কেমন পিআর পদ্ধতি চায়, প্রশ্ন নজরুল ইসলামের

১৭

হাসিনার স্বজনরা গ্রেপ্তার না হওয়ার কারণ জানালেন আলাল

১৮

কেন ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিং

১৯

দেশে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে কোথায়?

২০
X