ববি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) বিকেলে এ দাবি জানান শিক্ষার্থীরা। এ দিকে ছাত্র রাজনীতি রেখে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ববি ইসলামী ছাত্র আন্দোলন।

শিক্ষার্থীরা জানান, কোনো দলের ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা উচিত হবে না। তবে সাধারণ শিক্ষার্থীদের ভোটে ছাত্র সংসদ চালু হোক, যা সব শিক্ষার্থীর হয়ে কথা বলবে। কোনো সংঘাত শিক্ষার্থীরা চায় না। সাধারণ শিক্ষার্থীরা গুলি খেয়েছে। রাজনীতি চালু করে নতুন করে সহিংসতা তৈরি করবে। দলীয়, লেজুড়ভিত্তিক রাজনীতি দ্রুত বন্ধ করতে হবে।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হলে বৈষম্য ও অপরাধ কমবে। বিগত দিনগুলো থেকে শিক্ষা নিতে পারি আমরা। লেজুড়বৃত্তিক রাজনীতির জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। সংঘর্ষ, চাঁদাবাজি ও সিট দখল হয়েছে। তাই এগুলো বন্ধে এক থাকবে শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের সিরাজুল ইসলাম নামে একজন ফেসবুক পোস্টে লেখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চায়, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সিন্ডিকেট সভা ডেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা কার্যকর করতে হবে। আর এ দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হলে সব শিক্ষার্থী আন্দোলনের ডাক দেবে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আলিফ রহমান ফাহাদ বলেন, মানুষ রাজনৈতিক জীব। রাজনীতি করার অধিকার সবার আছে৷ কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি দেশের ক্ষমতাসীন এবং অন্য দলগুলোর ছাত্রসংগঠনগুলোর নৈরাজ্য। রাজনৈতিক ব্যানারে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলো অস্ত্রের ঝনঝনানি দেখেছি। ন্যায্য কথা বলা সাধারণ শিক্ষার্থীদের ওপর চলেছে নির্মম নির্যাতন। তাই ক্যাম্পাসগুলোর সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই। তবে হ্যাঁ, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরার জন্যে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্র সংসদ গঠন করা যেতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, আমাদের ৯ দফা দাবির মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা ছিল। আমরা চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কার্যকর করা হোক।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের জন্যই আমরা। শিক্ষার্থীরা যেটি যৌক্তিক মনে করে, সেটিতে আমাদের গুরুত্ব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১২

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১৩

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৪

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৫

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৬

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৭

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৯

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

২০
X