ববি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) বিকেলে এ দাবি জানান শিক্ষার্থীরা। এ দিকে ছাত্র রাজনীতি রেখে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ববি ইসলামী ছাত্র আন্দোলন।

শিক্ষার্থীরা জানান, কোনো দলের ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা উচিত হবে না। তবে সাধারণ শিক্ষার্থীদের ভোটে ছাত্র সংসদ চালু হোক, যা সব শিক্ষার্থীর হয়ে কথা বলবে। কোনো সংঘাত শিক্ষার্থীরা চায় না। সাধারণ শিক্ষার্থীরা গুলি খেয়েছে। রাজনীতি চালু করে নতুন করে সহিংসতা তৈরি করবে। দলীয়, লেজুড়ভিত্তিক রাজনীতি দ্রুত বন্ধ করতে হবে।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হলে বৈষম্য ও অপরাধ কমবে। বিগত দিনগুলো থেকে শিক্ষা নিতে পারি আমরা। লেজুড়বৃত্তিক রাজনীতির জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। সংঘর্ষ, চাঁদাবাজি ও সিট দখল হয়েছে। তাই এগুলো বন্ধে এক থাকবে শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের সিরাজুল ইসলাম নামে একজন ফেসবুক পোস্টে লেখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চায়, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সিন্ডিকেট সভা ডেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা কার্যকর করতে হবে। আর এ দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হলে সব শিক্ষার্থী আন্দোলনের ডাক দেবে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আলিফ রহমান ফাহাদ বলেন, মানুষ রাজনৈতিক জীব। রাজনীতি করার অধিকার সবার আছে৷ কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি দেশের ক্ষমতাসীন এবং অন্য দলগুলোর ছাত্রসংগঠনগুলোর নৈরাজ্য। রাজনৈতিক ব্যানারে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলো অস্ত্রের ঝনঝনানি দেখেছি। ন্যায্য কথা বলা সাধারণ শিক্ষার্থীদের ওপর চলেছে নির্মম নির্যাতন। তাই ক্যাম্পাসগুলোর সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই। তবে হ্যাঁ, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরার জন্যে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্র সংসদ গঠন করা যেতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, আমাদের ৯ দফা দাবির মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা ছিল। আমরা চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কার্যকর করা হোক।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের জন্যই আমরা। শিক্ষার্থীরা যেটি যৌক্তিক মনে করে, সেটিতে আমাদের গুরুত্ব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা

দেশ এখনো স্থিতিশীল নয় : এবি পার্টি

ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের সিদ্ধান্ত

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না : আমিনুল হক

ফ্যাসিস্ট দোসরদের বিষদাঁত ভেঙে দিতে হবে : সাকি

পাহাড়ি ভাতা মূল বেতনের সমপরিমাণ করার প্রস্তাব

কামারখন্দে গাম্বুরা ভাইরাসে মারা গেল ৫ হাজার মুরগি

আখাউড়া স্থলবন্দরে কমেছে রপ্তানি বাণিজ্য

বিএন‌পি নেতা দুলালের ব‌হিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অচল হয়ে পড়েছে কক্সবাজারের চিকিৎসা সেবা

১০

গণহত্যাকারী শেখ হাসিনার ক্ষমা নেই : প্রিন্স

১১

জাতির ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১২

ক্র্যাবের প্রতিবাদ ও নিন্দা / সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা

১৩

ছায়ানটে শ্রোতার আসরে মনোমুগ্ধকর ১৬টি রবীন্দ্রসংগীত পরিবেশনা

১৪

বগুড়া জেলা ও শহর ছাত্রদলের আংশিক কমিটি গঠন

১৫

আন্দোলনে আহতদের মাঝে নগদ অর্থ বিতরণ ঢাবি ছাত্রদল নেতার

১৬

জামালপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

১৭

বন্যার্তদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

১৮

নিজেকে বিয়ে করা নারী এখন ডিভোর্সি, খুঁজছেন পুরুষ

১৯

বিপ্লব-পরবর্তী শিক্ষাঙ্গন, শিক্ষকের পদত্যাগ ও সমস্যা থেকে উত্তরণ

২০
X