সাংবাদিকরা প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করে থাকেন জানিয়ে বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেছেন, ‘সত্য ও ন্যায়ের পথে কাজ করতে গেলে বাধা আসে। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তা সমাধানে তারা কাজ করে।’
সোমবার (৩১ জুলাই) বুটেক্স সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে গণমাধ্যমের মাধ্যমে বাইরে প্রচারে সাংবাদিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আরও পড়ুন : ‘সরকার যে কোনো দিন পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাবে’
অর্ধ-দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজন বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো. রিয়াজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, দৈনিক কালবেলার সাংবাদিক মেহেদি হাসান, বুটেক্স সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।
এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন, সাংবাদিকদের ওপর হাজারো বাধা-বিপত্তি আসবে- এসব উপেক্ষা করে নিজ লক্ষ্যে অটল থাকতে হবে। কোনো অবস্থাতে হাল ছাড়া যাবে না। সর্বদা সত্যকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তির বারতা শীর্ষক প্রতিযোগিতা এবং আর্টেক্স ও বুটেক্সসাসের যৌথ প্রযোজনায় আয়োজিত জার্নালিজম শীর্ষক আয়োজনের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও কেক কেটে ও আনন্দ র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, সত্য ও ন্যায়ের পথে অবিচল প্রতিপাদ্যকে সামনে রেখে বুটেক্স সাংবাদিক সমিতি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, তথ্য প্রদান, গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনের সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন