শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিবির সভাপতির ওপর ছাত্রলীগের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা

রাবি শিবির সভাপতি আব্দুল মোহাইমিন। ছবি : সংগৃহীত
রাবি শিবির সভাপতি আব্দুল মোহাইমিন। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির নাম। এরপর প্রকাশ পেয়েছে ঢাবি সেক্রেটারির নাম। এবার জানা গেল ছাত্রশিবিরের রাজধানী খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতির নাম।

রাবি সভাপতির নাম প্রকাশ্যে আসতে না আসতেই তার ওপর ছাত্রলীগের লোমহর্ষক নির্যাতনের ঘটনা সামনে এসেছে।বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নির্যাতিত হওয়ার পর প্রশাসনের বিরুদ্বে কোনোরকম সহযোগিতা না করারও অভিযোগ রয়েছে।

আহমাদ আহসানুল্লাহ ফারহান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিবির সভাপতিসহ কর্মীদের ওপর লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে বিশ্ববিদ্যালয়ের একটি ক্লোজ ফেসবুক গ্রুপে ঘটনাটি তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, সময়টা ২০১৮ সাল। রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগেরদিন রাতের ঘটনা। বর্তমান প্রেসিডেন্টসহ (তখন ২য় বর্ষে ছিল) প্রায় ১৫-২০ জন ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাতে ক্যাম্পাস ঘুরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ক্যাম্পাস দেখছিলেন। এই ১৫-২০ জনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড ইয়ারের অনেক স্টুডেন্ট ছিল। তারা হাঁটতে হাঁটতে হঠাৎ ছাত্রলীগের ৩টা বাইক এসে তাদের পথরোধ করে বিভিন্ন প্রশ্ন করে, একপর্যায়ে তারা একজনকে চিনতে পারে শিবিরের নেতা হিসেবে। তারা তাকে রেখে বাকি সবাইকে চলে যেতে বলে ক্যাম্পাস থেকে। কিন্তু উপস্থিত কেউই তাকে রেখে আসতে চাননি।

পোস্টে বলা হয়েছে, একপর্যায়ে ছাত্রলীগ না পেরে ফিরে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তৎকালীন লীগের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ (রুনু কিবরিয়া) প্রায় ১৫/২০টা বাইক এসে তাদের ঘিরে ফেলে। সবাইকেই ওই রাতে বঙ্গবন্ধু হলে নিয়ে প্রচুর পরিমাণে মারতে থাকে তাদের কাছে থাকা হকস্টিক, লাঠিসোঁটা, স্টাম্প, পাইপ, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে। ফার্স্ট ইয়ারের ছেলেগুলাও রক্ষা পায়নি এদের নির্যাতন থেকে।

নির্যাতনের নির্মম বর্ণনা দিয়ে পোস্টে বলা হয়, দীর্ঘক্ষণ ধরে মাইরের একপর্যায়ে তিনজন বাদে বাকি সবাইকে ওরা ছেড়ে দেয়। কিন্তু বাকি তিনজনকে ওরা ২০ জন মিলে মারতেই থাকে, একজন ক্লান্ত হইলে আরেকজন পালাক্রমে; তারমধ্যে একজন ছিলেন আজকের যিনি প্রেসিডেন্ট। একজনের দুইটা পা ভেঙে দেয় ওই সন্ত্রাসীরা, আর বাকিরা মারাত্মক লেভেলের আহত। এরপর পুলিশ এসে উল্টো তাদের তিনজনকেই ধরে নিয়ে যায়, প্রথমে মেডিকেলে এরপর জেলখানায়। বাকি দুজন দ্রুত মুক্তি পেলেও বর্তমান প্রেসিডেন্ট ৬০ দিন জেলখেটে বের হন (মাত্র ২য় বর্ষের ছাত্র)। এই নির্যাতনের কোনো বিচার ওই দলকানা ভিসি-প্রক্টররা কেউ করেনি আজ অব্দি।

পোস্টে আরও বলা হয়, কিন্তু ওই যে- ‘আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না।’ সেই মজলুম ব্যক্তিটি এখন ছাত্রশিবিরের দুর্গখ্যাত রাবি শিবিরের রানিং প্রেসিডেন্ট।

এতে আরও বলা হয়, ২১ শহীদের রক্তস্নাত মতিহারের এই সবুজ চত্বর শহীদের উত্তরসূরিদেরই থাকবে ইনশাআল্লাহ। জুলাই-আগস্ট বিপ্লবের এই আন্দোলনে শেষ সপ্তাহে গোটা রাজশাহীর মানুষকে রাজপথে নামিয়ে আনতে যে প্রচেষ্টা চালিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। ওই পোস্টের শেষে রাবি শিবির সভাপতির পরিচয়ও তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১১

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১২

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৩

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৪

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৫

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৬

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৭

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৮

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৯

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

২০
X