ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি গবেষণা সংসদের উদ্যোগে ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে’ উদযাপন 

টিএসসি প্রাঙ্গণে দিবসটি উদযাপন করে ডিইউআরএস।। ছবি : কালবেলা
টিএসসি প্রাঙ্গণে দিবসটি উদযাপন করে ডিইউআরএস।। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস) নিজেদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে’ (স্নাতক গবেষণা দিবস) পালন করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দিবসটি উদযাপন করে সংগঠনটি।

‘রিসার্চ ফর রিফরমেশন’ তথা ‘সংস্কারের জন্য গবেষণা’- প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়। কেক কাটা, বেলুন উড্ডয়ন, রিসার্চ র‍্যালি, রিসার্চ টক ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এদিকে সকালে টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘রিসার্চ টক’ ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এসময় স্বাগত বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহাদী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন আহমদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। স্নাতক শিক্ষার্থীদের গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং স্নাতক গবেষণার ধারণা এদেশে বিকশিত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অবদান রয়েছে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উদাহরণ টেনে প্রক্টর বলেন, মাদ্রাসা শিক্ষায় যেমন একনিষ্ঠ পাঠচর্চা এবং নিয়মানুবর্তিতা পালন করে, ঠিক তেমন ভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও পড়াশোনা এবং গবেষণার প্রতি একনিষ্ঠ মনোনিবেশ প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেখানে স্থায়ীভাবে বসবাসকে নিরুৎসাহিত করেন।

তিনি বলেন, ‘ব্রেইন ড্রেইন’-কে ‘রিভার্স ব্রেইন ড্রেইনে’ পরিণত করতে হবে। গবেষণা সংসদের সংসদের সব হালনাগাদ তথ্য পর্যবেক্ষণের পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন ঘটাতে গবেষণা সংসদের বিভিন্ন জরিপ এবং সমীক্ষা পর্যালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি।

আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক বলেন, ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে সরাসরি কাজ শুরু করা প্রথম গবেষণা সংগঠন। এর প্রভাবে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই রকম স্নাতক গবেষণা সংগঠন গড়ে ওঠে। যারা দেশে একটি আন্ডারগ্রাজুয়েট রিসার্চ কমিউনিটি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে চলেছে। এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে এবং স্নাতক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের সুদূরপ্রসারী লক্ষ্য থেকে প্রথমবারের মতো আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে পালন শুরু করেছি আমরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. জহির রায়হান, গবেষণা সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও গবেষণা সংসদের সাবেক রিসার্চ কো-অর্ডিনেটর মুকসিদা জাহান উপমা। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাবেক সভাপতি নাসরীন জেবিন।

প্রসঙ্গত, স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা, গবেষণাভীতি দূর করা, গবেষণা ক্যারিয়ারে ধাবিত করা এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট 

শেখ হাসিনা প্রতারণা করেছেন, দুর্নীতিবাজ কর্মচারীদের পুরস্কৃত করেছেন : বিচারক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘সিন্ডিকেট’, বদলির খেলা চলছে নীরবে

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২৮ ডিসেম্বর

শীতের সন্ধ্যায় লক্ষ্মীপুরের অলিগলিতে পিঠা বিক্রির ধুম

বিপিএলে দল পেয়েই বড় চমক দেখাল নোয়াখালী

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্লট দুর্নীতি / সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নগদে ফিরে এলে বা নতুন অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাকসহ সারপ্রাইজ গিফট

১০

শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে : বিচারক

১১

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার, ৯ পরিবারকে তলব

১২

সৎছেলে নাগাকে নিয়ে যা বললেন অমলা

১৩

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

১৪

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

১৫

ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

১৬

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

১৭

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

১৮

প্লট দুর্নীতির মামলায় গণপূর্তের সাইফুলকে খালাস

১৯

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গু রোগী

২০
X