ববি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টার অভিযোগে ববি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

ধর্ষণচেষ্টার অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আব্দুল কাদির সোহানের বিরুদ্ধে মামলা করেছে এক নারী শিক্ষার্থী। অভিযুক্ত সোহান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে বরিশাল বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। যা পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা এজাহারভুক্ত হয়।

মামলায় অভিযুক্ত আব্দুল কাদির সোহানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসতেন মামলায় অভিযুক্ত আব্দুল কাদির সোহান। ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৬ষ্ঠ তলায় সহপাঠীর সঙ্গে পড়াশোনা করছিলেন। ওই সময়ে অর্থাৎ বেলা সাড়ে ৪টার দিকে অভিযুক্ত সোহান মেয়েটিকে ফোন করে সিঁড়িতে নিয়ে যায়। তারপর দুই হাত ধরে ভুক্তভোগী নারীকে টেনেহিঁচড়ে ৬ষ্ঠ তলা সিঁড়ির উপরের ছাদে নিয়ে যায়। ৬ষ্ঠ তলার সিঁড়িতে উঠার পথে বেঞ্চের উপর নারী শিক্ষার্থীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। দুই হাত দ্বারা তাকে (সোহান) প্রতিরোধ করলে সে ধাক্কা মেরে ফেলে দেয়। ভুক্তভোগীর বাম হাতে কব্জির ওপরে বেঞ্চের কোনায় আঁচড় লেগে আঘাত পায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুজনের মধ্যে চারমাসের অধিক সময় প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে তেমন গভীর সম্পর্ক ছিল না। একপর্যায়ে শোনা যায় তাদের মধ্যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। পরে ঘটনার সময়ে মেয়েটি কান্না করতে করতে চিৎকার দেন। চিৎকার শুনে অন্যান্য সহপাঠীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভুক্তভোগী ও সহপাঠীদের নিয়ে নিজ বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা কাজী মো. জাহাঙ্গীর কবিরের মাধ্যমে প্রক্টরিয়াল বডি বরাবর লিখিত অভিযোগ প্রদান করে।

একপর্যায়ে দুই বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে কয়েক দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি পক্ষের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি ও উদ্বেগের বিষয়টি পরিলক্ষিত হয়। সর্বশেষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে প্রক্টর, দুই বিভাগের শিক্ষক ও ভুক্তভোগী থানায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী ।

অথচ গতকাল অভিযুক্ত আব্দুল কাদির সোহান ধর্ষণচেষ্টার ঘটনা অস্বীকার করে জানান, তার সঙ্গে আমার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। আমি তাকে খুঁজতে যাই। একপর্যায়ে লিফটের ৬ষ্ঠ তলায় গেলে তাকে পাই। সেসময় তার সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ি। কিন্তু ধর্ষণচেষ্টার কোনো ঘটনাই ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি জানার সঙ্গে সাথেই আলোচনা করি ও উপাচার্যকে জানাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দোষীকে অ্যাকাডেমিক শাস্তি যাতে হয় সে বিষয়টি নিয়ে কাজ করবে। পাশাপাশি আইনের সহায়তায় মেয়েটির পাশে থাকবেন বলে জানান তিনি।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে জানান, আমরা অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

১০

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১১

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

১২

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

১৩

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

১৪

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

১৫

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

১৭

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

১৮

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন

১৯

বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে, অতঃপর...

২০
X