ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) উপউপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন।
সম্প্রতি তাকে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।
অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ১৯৯৩ সালে কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্টাল সাইকোলজিতে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১০-১২ সালে প্রিন্সেস মেরিনা হাসপাতালে, গ্যাবোর্ন, বতসোয়ানার ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। একজন অনুশীলনকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং একজন হিপনোথেরাপিস্ট হিসেবে তিনি লন্ডন, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্মোহন থেরাপিতে প্রশিক্ষিত।
অধ্যাপক মাহমুদুর রহমান ১৯৮১ সালের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০০৩ সাল থেকে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে তিনি এই বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মাহমুদুর রহমান একজন গবেষক, লেখক, ক্লিনিক্যাল অনুশীলনকারী, গবেষণা সুপারভাইজার, ক্লিনিক্যাল সুপারভাইজার এবং পরামর্শক হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখেছেন।
মন্তব্য করুন