রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবি রাবি শিক্ষার্থীদের

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা কুয়েটের শিক্ষার্থীরা যে ধরনের কর্মসূচি দিবেন, তাদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।

সংঘর্ষের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমম্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে ছাত্রদের রক্তের ওপর যারা প্রশাসনের দায়িত্ব নিয়েছেন, তারা আগের মতো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করছে। সেখানে বলা হচ্ছে- সাধারণ শিক্ষার্থীরা সোনার চেইন ডাকাতি করেছেন। এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে। গণহারে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করার ঘটনা খুবই দুঃখজনক। দুই মাস আগের ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। সে সঙ্গে কুয়েটের উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্রদের ৯ দফার মধ্যে ছিল আধিপত্যবাদ ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চলবে না। শিগগিরই ছাত্র সংসদ কার্যকর করতে হবে। কিন্তু বিপ্লবের ৯ মাস পরেও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিচয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর নেগেটিভ প্রভাব প্রথমে পড়েছে কুয়েটে।’

তিনি বলেন, ‘বহিরাগত ভাড়াটিয়া দিয়ে মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। ঠিক একইভাবে জুলাই বিপ্লবে আমাদের ওপরে হামলা করা হয়েছিল। কুয়েটের ছাত্রদের একদফার সঙ্গে আমরা একমত। কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী ভিসি তার পদে থাকতে পারবে না। শিগগিরই কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হবে।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘কুয়েটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কারণে বহিরাগত ক্যাডারদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে। সেই হামলায় যাদের রক্ত বয়েছে, তাদেরই আবার বহিষ্কার করা হয়েছে। ওই সময় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি প্রশাসনের তখনই পদত্যাগ করা উচিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই দলকানা ভিসিকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। এ সময় বিভিন্ন বিভাগের অন্তত ৩০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ-তিশা

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

যুবলীগের ৩ নেতা আটক

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১১

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১২

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১৩

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৪

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৫

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলের নেতাকর্মীরা

১৭

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

১৮

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১৯

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

২০
X