জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা

কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েটে চলমান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এ অবস্থান কর্মসূচি করেন তারা।

এসময় তারা ‘এক দুই তিন চার, ভিসি মাসুদের পদত্যাগ’ ; ‘আমার ভাই অনশনে, ইনটেরিম কী করে’; ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘কুয়েটের সংগ্রাম, চলছে চলবে’; ‘এক দফা এক দাবি, মাসুদ তুই কবে যাবি’ -সহ বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে কুয়েট ভিসির পদত্যাগ প্রসঙ্গে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, ‘কুয়েটে চলমান ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা সংহতি জানাচ্ছি। ৪২ ঘণ্টা ধরে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু এই ইনটেরিম সরকার কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনেরকম প্রতিক্রিয়া দেখা যায় নি।’

অনশনের সূত্রপাত তুলে ধরে তিনি বলেন, ‘বহিরাগত দ্বারা কুয়েটের শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে বিচার চাইতে আন্দোলন শুরু করে তারা। তবে উল্টো হামলার ঘটনা তদন্ত করা বা দোষীদের বদলে শিক্ষার্থীদের বহিস্কার করা হয়। এরপর শিক্ষার্থীদের নামে মামলাও করা হয়।’

উল্লেখ্য, ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামী ২ মে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কি রোহিত-কোহলিকে দেখা যাবে বিগ ব্যাশে?

টানা বৃষ্টি কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

ফলাফল বিপর্যয়ের মাঝেও চমক দেখাল চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ

‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’

পছন্দের প্রতীকসহ নিবন্ধন পেল আরও ১ নতুন রাজনৈতিক দল

মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল মা-ছেলের

রূপনগরে আগুনের ১২ দিন পর মিলল আরও এক মরদেহ

স্বর্ণের দাম আরও কমল

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

১০

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

১১

দোষ স্বীকার করে সেই পর্ন তারকা যুগলের জবানবন্দি

১২

ইউরোপের দরজা বন্ধ, মেসির মায়ামিতেই চোখ নেইমারের

১৩

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব

১৪

মেঘনা ব্যাংকের ‘চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’ অনুষ্ঠিত

১৫

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

১৬

জুলাই শহীদ পরিবারের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

১৭

দুই বিমানবালাকে মারধর, সৌদি নাগরিক গ্রেপ্তার

১৮

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে : আমিনুল হক

১৯

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

২০
X