পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে মারধরের পাল্টাপাল্টি অভিযোগ করে ২ ছাত্র হাসপাতালে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই ছাত্র মারাধরের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তারা দুজনই হাসপাতালে ভর্তি হয়েছেন।

নবীনবরণের অনুষ্ঠান কেমন হবে এ নিয়ে আলোচনার একপর্যায়ে দুজনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে মারামারি হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ।

মারধরের ঘটনায় দুজনই আহত হলে সহপাঠীরা তাদের পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।

রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় জড়িত দুই শিক্ষার্থীর নাম রুমেল ও রনি। তারা পাবনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ কীভাবে দেওয়া হবে তা নিয়ে শনিবার পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।

ওই সভায় রুমেল ও রনির মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে রুমেলকে বঁটি দিয়ে কোপ দিতে আসেন।

রোববার বিষয়টি শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়রদের জানালে তারা মীমাংসা করতে বসেন। কিন্তু মীমাংসার রায় রুমেলের পছন্দ হয়নি বলে তিনি সবাইকে জানান।

রুমেলের দাবি, রাত ৯টার দিকে তাকে এডওয়ার্ড কলেজের কাছ থেকে তার বিভাগের কয়েকজন বড় ভাই হলে তুলে নিয়ে যান। পরে হলের একটি কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের কৃষ্ণ, ইমরান, রায়হানসহ ১০-১২ জন সিনিয়র ও সহপাঠী তাকে লাঠি, স্ট্যাম্প দিয়ে মারধর করেন। পরে তাকে রাত ১১টার দিকে বড় ভাইয়েরা এডওয়ার্ড কলেজের পাশে তার মেসে দিয়ে যান। এরপর তার মেসের বন্ধুরা তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।

রনির দাবি, রোববার সন্ধ্যা ৭টার দিকে রুমেল, ইইসিই বিভাগের এক শিক্ষার্থী রাসেল এবং এক বহিরাগতসহ রথঘর এলাকায় রুমেল তাকে মারধর করেন। এ সময় তার কান দিয়ে রক্ত ঝরতে শুরু করে। মারধর শেষে ওই তিনজন চলে যাওয়ার পর রুমেল সিনিয়রদের বিষয়টি জানান। পরে সিনিয়ররা বিষয়টি মীমাংসা করার জন্য রুমেলকে হলে নিয়ে যান।

এদিকে রুমেলকে হলে কোনো মারধর করা হয়নি বলে দাবি করেছেন রুমেলের সিনিয়ররা। ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘দুপুরে আমরা ওদের বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য একবার বসেছি। কিন্তু রুমেল মীমাংসা মেনে নেননি। সন্ধ্যার পরে রনি আমাদের তাকে মারধরের বিষয়টি জানালে আমরা বিষয়টি নিয়ে পুনরায় মীমাংসা করার জন্য রুমেলকে হলে নিয়ে আসি। হলে রুমেলকে কোনো মারধর করা হয়নি। বিষয়টি নিয়ে পুনরায় ঝামেলা না করার জন্য আমরা বলেছি। হল থেকে রুমেল সুস্থ অবস্থায় বের হয়েছে, তার মধ্যে কোনো অসুস্থতার ভাব দেখিনি। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে শুনতে পেলাম রুমেলকে নাকি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

রাত সাড়ে ১১টায় রুমেলকে তার দুই বন্ধু হাসপাতালে ভর্তি করানো পর সাড়ে ১২টার দিকে রনিকে তার সিনিয়ররা হাসপাতালে এনে ভর্তি করান।

দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তাদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন এবং সহকারী প্রক্টর ড. মাসুদ রানা। দুই শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ শেষে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা কারও কাছ থেকেই প্রত্যাশা করি না। নিজেদের মধ্যে মারামারি মোটেও কারও জন্য ভালো নয়। দুজন শিক্ষার্থী সুস্থ হলে আমরা ওদের নিয়ে বসব। ঘটনা যতটুকু ঘটেছে এর বাইরেও কোনো ঘটনা আছে কি না সেটা আমরা ক্ষতিয়ে দেখব। তারপর বিষয়টির সমাধান করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১০

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

১১

জুলাই আন্দোলনে আহত তালিকায় ছাত্রলীগ কর্মী

১২

পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

১৩

রিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়ল বার্সা

১৪

ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক

১৫

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে : আমিনুল হক

১৬

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অবৈধ অনুপ্রবেশকারী আটক

১৭

পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে তৈরি পরিবেশবান্ধব বাড়ি

১৮

মতিঝিলে ছিনতাই করার সময় গ্রেপ্তার ২

১৯

শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আ.লীগের পতন : আব্দুস সালাম

২০
X