চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান প্রকৌশলীকে ছাত্রলীগ নেতার মারধর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজু মুন্সি। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজু মুন্সি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও নিরাপত্তাপ্রধানকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে।

সোমবার (২৮ আগস্ট) এ ঘটনায় ক্যাম্পাসে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে প্রকৌশল দপ্তর।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, নিরাপত্তা দপ্তর ও কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর ২টার দিকে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ চালু করে দেয় প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজু মুন্সি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিক্সটি নাইন গ্রুপের নেতা। তার বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ছিল।

প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের প্রধান প্রকৌশলীকে এর আগেও রশি দিয়ে বেঁধে দিবে, মারবে বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে। আমরা সবাই নিরাপত্তা ঝুঁকিতে আছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটার পর একটা অপরাধ করেই যাচ্ছে রাজু মুন্সি।

রাজু মুন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল বলেন, সকাল ১০টায় কাটাপাহাড়ে এবং সাড়ে ১০টায় রেজিস্ট্রার অফিসের সামনে আমার ওপর হামলা করেছে ছাত্রলীগ নেতা রাজু মুন্সি। সে বারবার এ রকম আচরণ করছে। প্রকৌশল দপ্তরের অফিসে গিয়ে মাস্তানি করছে। আমরা এর বিচার চাই। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া না হলে সবকিছু বন্ধ করে দিয়ে আবারও আন্দোলনে নামবে প্রকৌশল দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রধান (ভারপ্রাপ্ত) শেখ আবদুর রাজ্জাক বলেন, রাজু মুন্সি সকালে আমার অফিসে এসে প্রহরীকে বলে গেছে, আমি যেন তার জন্য টাকা রেডি রাখি। আমাকে বলে, আমি এখনো এখানে কেন আছি। একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয়। আমি প্রশাসনিক ভবনে গেলে সেখানেও সে আমাকে কয়েকবার ধাক্কা দেয়। বিষয়টি আমি উপাচার্য মহোদয়কে জানিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ বলেন, ‘কাটা পাহাড় এলাকায় রাজু মুন্সি নামের এক ছাত্রলীগ নেতা প্রধান প্রকৌশলী ও নিরাপত্তাপ্রধানকে মারধর করেছে। ঘটনার প্রতিবাদে প্রকৌশল দপ্তর ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। আমরা সমিতির পক্ষ থেকে প্রশাসন বরাবর বিচার চেয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সি বলেন, তারা দুজন (প্রধান প্রকৌশলী ও নিরাপত্তাপ্রধান) বিভিন্ন অনিয়মের সাথে জড়িত। আমি এর প্রতিবাদ জানিয়েছি। আমি প্রতিবাদ জানানোয় আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমার প্রতিবাদের ভাষা একটু বাজে।

রাজু মুন্সি আরও বলেন, অভিযোগ দিছে সমস্যা নাই। আমি তো জামায়াত-শিবির-বিএনপি না। আমার নামে অভিযোগ সামনে আরও হবে। আমাকে পুলিশে নিয়ে গেলে শেখ হাসিনা ফোন দিয়ে ছাড়াবে। আমি শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। নির্বাচনে আমাকে কাজে লাগবে।

রাজু মুন্সির বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, গুটিকয় নামধারী অপরাজনীতি করা ছাত্রের কারণে আমরা বিতর্কিত হতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। মামলার জন্য কম্প্লেইন করা হয়েছে। ওসি মামলা নিবে বলেছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তাপ্রধান মামলা করবে।

তিনি আরও বলেন, উপাচার্য মহোদয়ের সরাসরি আদেশ, মামলা হলে তাকে পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে। প্রশাসনের ওপর আঘাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই মেনে নিবে না।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার কালবেলাকে বলেন, রাজু মুন্সির বিরুদ্ধে নিরাপত্তাপ্রধান বাদী হয়ে মামলা করা হচ্ছে। তাকে গ্রেপ্তারের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X