জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ফটকের পাশে ফুটকোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় দুটি কাঠবাদাম গাছ ও ফুল গাছের চারা রোপণ করা হয়।
বুধবার (২১ মে) বৃক্ষরোপণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে উপাচার্য রেজাউল করিম বলেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা পুরান ঢাকার বুকে অবস্থিত, এখানে সবুজায়নের গুরুত্ব অপরিসীম। আমাদের ক্যাম্পাসের যে সমস্ত জায়গায় গাছ লাগানোর মতো পরিবেশ আছে সে সমস্ত জায়গায় আমরা আরো গাছ লাগাব।
এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। এসময় উপস্থিত শিক্ষকদের বাদাম গাছ,ফুল গাছ,টেকনা গাছসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করতে দেখা যায়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী শাখাওয়াত হোসেন, সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সদস্য অধ্যাপক ড. নাহিদ ,পরিবহন প্রশাসক ড. তারেক বিন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শাহরিয়ার আহম্মাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সবুজ সংঘের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন