চবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ
চবি ভিসিকে শিক্ষার্থী

‘নিজের যোগ্যতায় বসেননি, আমরা আপনাকে বসিয়েছি’

উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারের কক্ষে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারের কক্ষে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, উপাচার্যের কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় একজন বলে উঠেন, ‘আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি। আপনি আমাদের কথা শুনতে বাধ্য।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ডের আগে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের কথোপকথনের ওই ভিডিওতে দেখা গেছে, দু্ই শিক্ষার্থী উপাচার্যকে উদ্দেশ্য করে বলছেন, আপনি নিজ যোগ্যতায় আসেননি, আপনাকে আমরা বসিয়েছি। কথোপকথনের শুরুতে উপাচার্যের সামনে দাঁড়িয়ে থাকা একজন শিক্ষার্থী বলেন, আপনাকে এখানে বসিয়েছি অবশ্যই যাতে আপনি আমাদের সঙ্গে কাজ করেন।

জবাবে উপাচার্য মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, না (তিনি মাথা নেড়ে অসম্মতি জানাতে থাকেন)। এরপর উপাচার্যের সামনে ও পাশে বসা কয়েকজন একযোগে বলতে থাকেন। জবাবে উপাচার্য বলেন, আমাদের কার্যক্রম দেখ আগে। উত্তরে উপাচার্যের পাশে বসা এক শিক্ষার্থী বলেন, আপনি বলেছিলেন, শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন। ছাত্রদের জন্য কাজ করব। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। একটা কথা রেখেছেন? একটা কথা রাখেননি স্যার।

সামনে দাঁড়ানো আরেক শিক্ষার্থী বলেন, আপনাকে আমরা বসাইছি, আপনি নিজের যোগ্যতায় আসেননি স্যার। উপাচার্য তখন পাল্টা প্রশ্ন করেন, কি করেছি আমি? তখন সামনে দাঁড়ানো ওই শিক্ষার্থী বলেন, আপনারা কেন কুশল বরণকে প্রমোশন দিচ্ছেন? আমাদের রক্তের সঙ্গে এবং আমাদের বিপ্লবের সঙ্গে বেইমানি করে। এরপর একাধিক শিক্ষার্থী হট্টগোল করে ওঠেন।

তারপর উপাচার্যের সামনে বসা এক শিক্ষার্থী প্রশ্ন করেন, যারা আহত করেছে আমাদের তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? উপাচার্য বলেন, শোন আগে। মাঝখানে কথা বল কেন। আচ্ছা তুমি বল। অন্য এক শিক্ষার্থী এ সময় বলেন, আমরা প্রতিদান চাচ্ছি না। কি ব্যবস্থা নিয়েছেন। জুলাই পরবর্তী সময়ে ছাত্রদের নিয়ে কাজ করবেন…। জবাবে উপাচার্য বলেন, ইউনিভার্সিটি বোর্ড না, ইউনিভার্সিটি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না। আমরা জেল-জরিমানা দিতে পারি না। শাস্তি দিতে পারি।

এরপর শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আবার একযোগে কথা বলতে শুরু করে। এক শিক্ষার্থী বলেন, এই প্রশাসন একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি। তখন উপাচার্য রাগতস্বরে বলেন, বলতে থাক। এ পর্যায়ে এক শিক্ষার্থী বলেন, এ প্রশাসন দেশে সবচেয়ে বড় সুশীল প্রশাসন। অন্য এক শিক্ষার্থী বলেন, জুলাইয়ের পরে একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি। আমাদের ভাইদের যারা হত্যা করছে তাদের কত জনকে আপনি শাস্তি দিছেন বলেন।

উত্তরে উপাচার্য বলেন, শাস্তি আমি একা পকেট থেকে বের করে দিতে পারি না। তখন একাধিক শিক্ষার্থী একযোগে বলতে থাকেন, স্যার, একাডেমিক শাস্তি কয়জনের হয়েছে? প্রায় এক বছর হয়েছে। ডিমোশন না হয়ে আরও প্রমোশন হচ্ছে। আপনারা তাদের প্রমোশন দিচ্ছেন। তখন উপাচার্য ছাত্রদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ, বলতে থাক, বলতে থাক।

তারপর এক শিক্ষার্থী বলেন, আজকে যে বোর্ড বসবে, সেই বোর্ড বসবে কি না এবং প্রমোশন দিবে কি না আমরা এটা জানতে চাচ্ছি। অন্য একজন বলেন, স্যার জুলাইয়ে যারা সহযোগী হামলাকারী তাদের আপনারা কীভাবে প্রমোশন দিচ্ছেন? এরপর আবারও কয়েকজন শিক্ষার্থী একযোগে কথা বলতে শুরু করেন। তারপর উপাচার্য কয়েকজনের মোবাইল সচল দেখে তাদের মোবাইল বন্ধ করতে বলেন। তখন তারা জানিয়েছেন, তারা সংবাদকর্মী।

উপাচার্য তাদের উদ্দেশে বলেন, তোমরা পরে এসে আমার ইন্টারভিউ নিও। পরে শিক্ষার্থীদের পক্ষে একজন বলেন, আজকে যার জন্য প্রমোশন বোর্ড বসছে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। সে একজন হত্যাচেষ্টা মামলার আসামি। তার নাম ২০ নম্বরে চার্জশিটভুক্ত। তার ব্যাপারে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে অভিযোগ গেছে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি যতদিন না সুপারিশ করছে অন্তত ততদিন তো তার প্রমোশন আটকে রাখা দরকার।

ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাহসান হাবীব বলেন, আমার কথায় এটি বুঝাইনি যে, উপাচার্যের একাডেমিক বা প্রশাসনিক কোনো যোগ্যতা নেই। আমি বোঝাতে চেয়েছি, উপাচার্য নিয়মতান্ত্রিকভাবে ইউজিসি থেকে নিয়োগ পেয়ে আসেনি। শহীদদের রক্ত আর দিনের পর দিন বৃষ্টি, রোদে ভিজে আন্দোলনের পরে এ প্রশাসন এসেছে। এখন আমাদের শহীদদের রক্তের যে দাবি এবং জুলাইয়ের যে চেতনা এর বিপরীত কাজ যদি প্রশাসন করে তখন সেটা তো আমরা মেনে নেব না।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। এ সময়ে তিনি কিরিচের কোপে মাথায় গুরুতর জখম হন এবং তার ডান হাত ভেঙে যায়। এ ঘটনায় বাদী হয়ে তিনি গত ৮ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে মামলার আবেদন করেন। এই মামলার ২০তম আসামি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’, অর্থ কী ও কেন?

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১০

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১১

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১২

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৩

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৪

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

১৫

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

১৬

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

১৭

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১৮

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১৯

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

২০
X