যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

যবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । ছবি : কালবেলা
যবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । ছবি : কালবেলা

নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দর‌্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে সাংবাদিক সমিতির চতুর্থ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সাংবাদিক সমিতির সদস্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় যবিপ্রবিসাসকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান করে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকার ওপর বক্তব্য রাখেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোঃ আলম হোসেন মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের সাহসী ভূমিকা ও সত্য প্রকাশে তাঁদের দৃঢ়তার ওপর আলোকপাত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও ঢাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহদী আল-মুহতাসিম। তিনি নিবিড় ক্যাম্পাস সাংবাদিকতার ওপর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা করার মাধ্যমে একজন শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন দক্ষতা অর্জন করে যা অন্যান্য শিক্ষার্থীদের থেকে অনেক বেশি এগিয়ে রাখে। পেশাগত দায়িত্বের কারণে ক্যাম্পাস সাংবাদিকদের তাদের বয়েসের তুলনায় অনেক বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হয়।

সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি আরও বলেন, জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ের সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে হবে। এ সময় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের নীতিমালা কথাও উল্লেখ করেন তিনি। ক্যাম্পাস সাংবাদিকদের আরও বেশি দক্ষ হয়ে উঠতে বিভিন্ন কোর্স ও কর্মশালা আয়োজনের কথা বলেন।

যবিপ্রবিসাসের নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যবিপ্রবিসাস আগামী বছরকে নিউজ বছর হিসেবে পালন করবে তথা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড পরিমাণ নিউজ কভার করবে। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সহসভাপতি মো. ওয়াশিম আকরাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্ররিচালক ড. মো. আলম হোসেন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, জনসংযোগ শাখার উপপরিচালক আব্দুর রশিদ, যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, যবিপ্রবিসাসের বর্তমান সভাপতি জহুরুল ইসলাম, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, যবিপ্রবি সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাশেদ খান, ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি খালিদ সাইফুল্লাহ, ব্লাড ব্যাংকের সম্পাদক প্রান্ত মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে যবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ

লন্ডন ব্রিজের সামনে একা বসে অপু বিশ্বাস

১০ নভেম্বর রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’: বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট, আরও যেসব পরিবর্তন এলো আরপিওতে

শীতের শুরুতেই চামড়া শুকিয়ে রুক্ষ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

তীব্র শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১০

আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

১১

চলতি মাসেই ধেয়ে আসতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

১২

বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ভাইয়ের স্ট্যাটাস

১৩

সাগরে ফের লঘুচাপ, দেশের দুই বন্দরে ৩নং সতর্কসংকেত

১৪

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

১৫

চড়াই-উতরাই পেরিয়ে সফল উদ্যোক্তা উৎসব সিং সাগর

১৬

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’

১৭

সৌন্দর্য ছড়াচ্ছে ‘টানেল মসজিদ’

১৮

মেজাজ হারিয়ে কাকে চড় মারলেন পরেশ রাওয়াল?

১৯

মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার ডা. সালাউদ্দিন বাবুর

২০
X