গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে বিভিন্ন পদে ১৩ জন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রথমদিনের মনোনয়ন বিতরণ শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তথ্যটি নিশ্চিত করেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক অফিসার মো. আবু রায়হান।
তিনি জানান, ১১ পদের বিপরীতে ১৩টি মনোনয়ন বিতরণ হয়েছে। যেখানে সহসভাপতি পদে ৩টি, সাধারণ সম্পাদক পদে ১টি, সহ-সাধারণ সম্পাদক পদে ২টি, কোষাধ্যক্ষ পদে ১টি, ক্রীড়া সম্পাদক পদে ১টি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১ টি, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২টি, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১টি মনোনয়ন বিতরণ হয়েছে।
তবে সহ-ক্রীড়া, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য (অনুষদ প্রতিনিধি) পদগুলোতে এখনো কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। আগামী ২৮ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এবার মোট ৪৭১ প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৮ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে ৪৭১ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন