আলকামা রমিন, খুবি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টেলিস্কোপ যখন ফার্মিয়নের ‘নতুন সদস্য’

টেলিস্কোপ সামনে নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানভিত্তিক ক্লাব ফার্মিয়নের সদস্যরা। ছবি : কালবেলা
টেলিস্কোপ সামনে নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানভিত্তিক ক্লাব ফার্মিয়নের সদস্যরা। ছবি : কালবেলা

‘প্রথমবার যখন টেলিস্কোপে চাঁদ দেখলাম, চোখ সরাতেই পারছিলাম না। আবেগ, কৌতূহল ও বাস্তবতায় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, বলছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নাফিয়া ওয়াহিদ নির্ঝর। ক্যাম্পাসের পদার্থবিজ্ঞানভিত্তিক ক্লাব ফার্মিয়নের তিনি একজন নতুন সদস্য। কিছুদিন আগেই এই ক্লাবের সংগ্রহে যুক্ত হয়েছে একটি টেলিস্কোপ। ক্লাবের জ্যেষ্ঠরা ছোটদের উপহার দিয়েছেন এই টেলিস্কোপ।

ছোট্ট শিশুরা নতুন পুতুল পেলে যেমন অদম্য, আনন্দ ও কৌতূহল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, খুবি পদার্থবিজ্ঞান বিভাগের ফার্মিয়ন ক্লাবের সদস্যদের চোখে-মুখে আনন্দের ঝিলিক।

দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাদিয়া রহমান বলেন, কিছুদিন আগেও আমরা চাঁদ, শনির বলয় ও বৃহস্পতি নিয়ে বইয়ের তত্ত্বগত পড়াশোনা করতাম। এখন সেগুলো আমরা প্রায়োগিকভাবে পর্যবেক্ষণ করছি। এটি আমার কাছে অসাধারণ।

পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী বলেন, টেলিস্কোপে চোখ রেখে অভিভূত হয়েছিলাম। প্রায় ৫০ মিটার দূরের ডিশ লাইনের তারের গায়ে লেখা স্পষ্টভাবে পড়া যাচ্ছিল। চাঁদের গায়ের খাঁজগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল। গ্যালিলিও, কেপলার বা নিউটনের মতো জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম চাঁদ দেখে কেমন অনুভব করেছিলেন, সেটা আমরা এখন কল্পনা করতে পারি। টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ নিঃসন্দেহে একটি দারুণ অভিজ্ঞতা, ভিন্ন এক জগতের দেখা মিলে।

টেলিস্কোপ কেনা ছাড়াও সম্প্রতি আরও দুটি উদ্যোগ নিয়েছে ফার্মিয়ন। সিনিয়র ভাইয়া-আপু যারা এরই মধ্যে লেখাপড়ার পাট চুকিয়েছেন, তাঁদের সংগৃহীত বইগুলোর ডিজিটাল সংস্করণ নিয়ে তৈরি করা হয়েছে ‘লাইব্রেরি ওয়েবসাইট।’ এর মাধ্যমে বিনা মূল্যে প্রায় ১৫০টি বই পড়তে পারছেন ক্লাবের সদস্যরা। খুব দ্রুত বের হবে ফার্মিয়ন ক্লাবের মাসিক ম্যাগাজিন ফার্মিয়ন ফিউশন মান্থলি। প্রতি মাসে একেকজন পদার্থবিদের গল্প, ঐতিহাসিক ঘটনা, পদার্থবিজ্ঞানের সাম্প্রতিক খবর এবং পদার্থবিদ্যাসংক্রান্ত সমস্যা জায়গা পায় ১৬ পৃষ্ঠার এই সাময়িকীতে।

প্রতি শুক্র ও শনিবার চলে ক্লাবের পাঠ কার্যক্রম (স্টাডি সেশন)। ক্লাবের সদস্যরা এক হয়ে বসে ঠিক করেন, কোন বিষয়ে তাঁরা আলোচনা করবেন। বিষয় নির্ধারণ হলে আগ্রহী কেউ পাঠ কার্যক্রমের নেতৃত্ব দেয়। এ ছাড়া পরীক্ষার আগে সিনিয়র-জুনিয়র একসঙ্গে বসে সমস্যা সমাধানের চর্চা; পেশাদার পদার্থবিদ হওয়ার জন্য কর্মশালা, অনলাইন সেমিনার, অনলাইন কোর্স আয়োজন; পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষাসংক্রান্ত তথ্য ও প্রস্তুতি সম্পর্কে আলোচনা ইত্যাদি কার্যক্রম ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা-লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন আব্দুস সামি। সেখান থেকে সামাজিক মাধ্যমে তিনি জানান, পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে একটু বিপাকেই পড়েছিলাম, সঠিক পরামর্শ, একাডেমিক তথ্য পেতে একটু কষ্ট হচ্ছিল। তখনই একটি পদার্থবিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করি। সহপাঠী ও সিনিয়রদের নিয়ে চালু করে ফেলি ফার্মিয়ন ক্লাব। ২০১৯ সালের ১১ জুলাই আমাদের ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে ভর্তি হওয়ার পর আগ্রহ ধরে রাখতে পারে না, ক্যারিয়ারের পথ বদলে ফেলে। পদার্থবিজ্ঞানে যারাই আসবে, তারা যেন এতে মনোযোগী থাকতে পারে, সে জন্যই আমাদের এই কমিউনিটি।’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও দ্যুতি ছড়িয়েছে ছোট্ট এই ক্লাব। প্রতিবছরই তারা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা দ্য ইউনিভার্সিটি ফিজিকস কম্পিটিশনে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা তিন বছর ধারাবাহিকভাবে রৌপ্যপদক পায় ফার্মিয়ন। ২০২১ সালে আন্তর্জাতিক তত্ত্বীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ফার্মিয়ন থেকে অংশ নেয় তিনটি দল। ফার্মিনেফ, স্কার্মিয়ন ও ফিনিক্স। এর মধ্যে ফার্মিনেফ জাতীয় পর্যায়ে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ১৫তম, স্কার্মিয়ন জাতীয় পর্যায়ে তৃতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬তম এবং টিম ফিনিক্স ২৩তম স্থান অর্জন করে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় বরাবরই ভালো করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ক্লাব। ২০২০ ও ২০২১ সালে রৌপ্য ও ব্রোঞ্জে সীমাবদ্ধ থাকলেও এ বছর একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জিতেছে তারা।

ফার্মিয়নে ক্লাব নিয়ে কিছু আশার কথা জানিয়েছেন আসিফ ইকবাল। বর্তমানে তিনি ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর। তিনি বলছিলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্লাবের সদস্যরা যখন ভালো করে, অনেক গর্ব হয়। আমাদের দেশে সাধারণত কেউ গবেষক বা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখার সাহস করে না। এই স্বপ্ন দেখানোই আমাদের সার্থকতা।’ আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে নভেম্বরের শেষের দিকে। ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার আয়োজন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১০

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১১

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১২

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

১৩

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

১৪

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

১৬

চুল পড়া কমাতে নিয়মিত খাবেন যে ৫ খাবার

১৭

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

১৮

ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে কী হয়? যা বলছেন চিকিৎসকরা

১৯

ইতালিতে সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত বাংলাদেশি যুবককে স্থায়ী বহিষ্কার 

২০
X