হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবিতে ২ শিক্ষার্থী বহিষ্কার

হাবিপ্রবি ক্যাম্পাস। ছবি : কালবেলা
হাবিপ্রবি ক্যাম্পাস। ছবি : কালবেলা

র‍্যাগিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ২৩ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বহিষ্কৃতদের শিক্ষা কার্যক্রম থেকে ১ সেমিস্টার ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন রাকিবুল হুদা তাজমুল ও আব্দুল্লাহ আল মামুন। উভয়েই কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন অনুপম ছাত্রাবাসে র‍্যাগিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রক্টরিয়াল টিম। ঘটনাস্থলে ২৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওপর র‍্যাগিংয়ের তথ্য-প্রমাণ পায় তারা।

এর পরিপ্রেক্ষিতে বিষয়টি র‍্যাগিং প্রতিরোধ মূল কমিটির সভায় উত্থাপিত হলে ২২ ব্যাচের ওই দুই শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে জড়িত থাকায় শাস্তির সুপারিশ করে কমিটি। সেই সাথে আরও দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করে প্রশাসন।

অন্য আরেক বিজ্ঞপ্তি হতে জানা যায়, ক্লাসরুমে র‍্যাগিংয়ের ঘটনায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২২ ব্যাচের ২১ জন শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর ওয়াজেদ ভবনের পঞ্চম তলার ৫৪৩ নম্বর রুমে ২৩ ব্যাচের সংগঠিত র‍্যাগিংয়ের ঘটনার বিশদভাবে পর্যালোচনা পূর্বক অভিযোগ সর্বসম্মতিক্রমে প্রমাণিত হওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১ এর ০৬ ধারা অনুযায়ী মূল কমিটি শাস্তির সুপারিশ করে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১-এর ০৬ ধারা অনুযায়ী মূল কমিটি শাস্তির সুপারিশ করায় ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাস্তি প্রদান করা হলো। যা ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, ‘র‍্যাগিং একটি অপসংস্কৃতি। র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। যারা র‍্যাগিং অপসংস্কৃতির সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, র‍্যাগিংয়ের অভিযোগ ও যৌন নিপীড়নের অভিযোগসহ এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১০

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

১১

জুলাই আন্দোলনে আহত তালিকায় ছাত্রলীগ কর্মী

১২

পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

১৩

রিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়ল বার্সা

১৪

ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক

১৫

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে : আমিনুল হক

১৬

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অবৈধ অনুপ্রবেশকারী আটক

১৭

পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে তৈরি পরিবেশবান্ধব বাড়ি

১৮

মতিঝিলে ছিনতাই করার সময় গ্রেপ্তার ২

১৯

শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আ.লীগের পতন : আব্দুস সালাম

২০
X