বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইনোভেশন হাব কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে শেখ রাসেল দিবসে সম্মাননা প্রদান অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি বুয়েটের এই ইনোভেশন হাব উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে বুয়েটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন এবং সরকারের আইসিটি ডিভিশনের বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মো. সিদ্দিকুর রহমান এবং রাইজের কার্যক্রম তুলে ধরেন সেন্টারের পরিচালক ও অনুষ্ঠানের চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে হোয়াই ‘স্টার্টআপ ম্যাটারস : এ জার্নি অফ এ সাকসেসফুল এন্ট্রারপ্রেনার’ শীর্ষক সেশন পরিচালনা করেন দক্ষিণ এশিয়ার টেক-প্লাটফর্ম এসকেবি'র পরিচালক কেরি ব্রিন।
প্রধানমন্ত্রীর পক্ষে ইনোভেশন হাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে বুয়েটের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রছাত্রীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন