কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পঞ্চম ব্যাচের উদ্যোগে ‘দ্বি ফিফথ স্টেইট’ পত্রিকার উন্মোচন করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে ব্যবসা অনুষদের কনফারেন্স রুমে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
হুমাইয়া আক্তার ও আনজুমান শিমুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আনিছুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, অথেনটিক লার্নিংয়ে মনোযোগ দিতে হবে। পড়ার পাশাপাশি তা যেন হাতেকলমে শেখা যায় সেদিকেও মনোযোগী হতে হবে।
তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে আমাদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং যোগাযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক অধ্যাপক ড. হাবিবুর রহমান। সামাজিকবিজ্ঞানের ডিন সহকারী অধ্যাপক এএনএম রবিউল আউয়াল চৌধুরী, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত ও অর্ণব বিশ্বাস, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু বক্কর।
উল্লেখ্য, পত্রিকাটি এডিটিং ও পেইজ মেকআপ কোর্সের অংশ হিসাবে প্রকাশ করা হয়।
মন্তব্য করুন