চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে তুলে নিয়ে গেল ছাত্রলীগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে তুলে নিয়ে তার পরিবারের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সিক্সটি নাইন গ্রুপের কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

পরে ওই শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলে বিশ্ববিদ্যালয়ের দায়ের করা আগের একটি ভাঙচুর মামলায় আসামি করে তাকে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে কালবেলাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ ডিসেম্বর রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নং রেলগেইট এলাকার একটি কটেজ থেকে মনিরুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে তুলে আনে চবি ছাত্রলীগের বগিভিত্তিক উপপক্ষ সিক্সটি নাইনের বেশ কয়েকজন কর্মী।

সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আকিব জাভেদ, সমাজতত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইবনুল জাররাহ, অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আবু সাইদ শাকিল দুইজন শিক্ষার্থীকে শিবির সন্দেহে প্রথমে তুলে আনেন। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের মাহমুদুল হাসান ইলিয়াস ও ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনুপ সরকার আকাশ ঘটনাস্থলে ছিলেন বলে জানা গেছে।

এদিকে চাঁদা আদায়ের বিষয়ে জানতে অভিযুক্ত আকিব জাভেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনাস্থলে থাকা ছাত্রলীগ কর্মী আবু সাইদ শাকিল বলেন, মনিরুল শিবিরের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে পুলিশের হাতে তুলে দেই।

মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মনিরুলকে ধরার পর কয়েকজন চড়থাপ্পড় দিয়েছিল। তবে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।

ছাত্রলীগকর্মী মাহমুদুল হাসান ইলিয়াস বলেন, আমি ফজর নামাজ পড়তে যাওয়ার সময় পুলিশবক্সে হট্টগোল দেখতে পাই। পরে সেখানে গিয়ে দেখি একজনকে আটক করা হয়েছে। এর বেশি কিছু জানি না।

ছাত্রলীগকর্মী অনুপ সরকার আকাশ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।

শিবির সন্দেহে আটক মনিরুল ইসলামের পরিবার ও সহপাঠীরা জানান, মনিরুল রেলক্রসিং এলাকায় অবস্থিত আলতাব কটেজে থাকতেন। সেখান থেকে ছাত্রলীগের অনুসারীরা গত ১১ ডিসেম্বর রাত ১টার দিকে তাকে তুলে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পেছনে নিয়ে কয়েকদফায় মারধর করেন। মারধরের একপর্যায়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। মনিরুল তার পরিবারকে বিষয়টি জানালে তারা এত টাকা দিতে পারবে না বলে জানান।

পরবর্তীতে ছাত্রলীগ কর্মীরা ১৫ হাজার টাকা দাবি করেন। অন্যথায় শিবির পরিচয়ে পুলিশে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় মনিরুলের পরিবার ৩ দফায় সর্বমোট ১৩ হাজার ৫০০ টাকা একটি বিকাশ নম্বরে (01606746041) পাঠায়। টাকা পাওয়ার পর মনিরুলকে আরেক দফায় মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবার।

এদিকে মারধর ও টাকা আদায়ের পর ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পুলিশবক্সে আনা হলে ঘটনাস্থলে আসেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও সিক্সটি নাইনের অনুসারী শফিকুল ইসলাম শাওন।

তিনি বলেন, গত ১১ ডিসেম্বর রাতে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে আটক করে আমাদের জুনিয়ররা। পরে তার শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণও পেয়েছি আমরা। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও প্রক্টরিয়াল বডির কেউ আসেনি। পরবর্তীতে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। কোনো মামলা দেওয়া হয়েছে কি-না জানি না।

চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে কারা জড়িত আমার জানা নেই। মারধরের বিষয়টিও আমি জানি না।

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিবির সন্দেহে আটককৃত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন ও পরিবহন ভাঙচুর মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আদালত যদি আমাদের কাছে জানতে চায়, তখন আমরা জবাব দেব।

এর আগে চলতি বছরের ৭ আগস্ট রাতে চবির শাটল ট্রেনে দুর্ঘটনার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে শাখা ছাত্রলীগের সিএফসি, সিক্সটি নাইন, ভিএক্স ও বিজয় গ্রুপসহ বিভিন্ন উপ-গ্রুপের নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর চালায়। সে রাতে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ৬৫টি যানবাহনসহ উপাচার্যের বাসভবন, শিক্ষক ক্লাব ও পুলিশ বক্স ভাঙচুর করে। এ ঘটনায় সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ জন করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার জনের নামে দুটি মামলা দায়ের করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১০

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

১২

রেকর্ডে মোড়া দুই দিনের অ্যাশেজ নাটক

১৩

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ

১৪

শিক্ষার মান উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে : শ্রাবণ

১৫

মাহিকে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

১৬

ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ

১৭

ফ্যাসিস্ট বিদায়ের পরও নতুন ষড়যন্ত্র চলছে : ফারুক

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা প্রসঙ্গ, কী জবাব দিলেন মামদানি

১৯

‘দেশের ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ করছে রাজশাহী’

২০
X