ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে দুই বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

অগ্নিকাণ্ডে দুই বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে দুই বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন। ছবি : কালবেলা

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী লামিশা ইসলাম ও নাহিয়ান আমিন প্রাণ হারিয়েছেন। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে বুয়েটের শিক্ষার্থীরা দোয়া মাহফিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২ মার্চ) পৌনে ২টার সময় বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়ার সামনে দোয়া মাহফিল এবং এরপর শহীদ মিনারের সামনে মানববন্ধন আয়োজন করেন তারা। এ সময় বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারসহ শিক্ষকদের অনেকেই উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো- বেইলি রোডের অগ্নি দুর্ঘটনার মতো সকল অসাবধানতাজনিত দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে; এ রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে; সকল বাণিজ্যিক এবং অন্যান্য ভবনে বিল্ডিং কোডসহ জরুরি সকল কোড অবশ্যই মেনে চলতে হবে। এর মধ্যে কোনো কোড অমান্যকারী বা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না; প্রতিটি ভবনের জন্য রাজউক থেকে প্রদান করা নিরাপত্তা লাইসেন্স মেনে চলতে হবে এবং নিয়মিত মনিটর করতে হবে; বিল্ডিং কোড সম্পর্কে জানার জন্য দক্ষ জনবল এবং সেই দক্ষ জনবলের জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে; গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলো একটি ভবনের প্রবেশের বা প্রস্থানের পথে/স্থানে রাখা যাবে না। গ্যাস সিলিন্ডারের সার্বিক ব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ যে কোনো পরিস্থিতি এড়িয়ে চলতে হবে; অফিসিয়ালদের পক্ষ থেকে প্রতিটি বাণিজ্যিক ভবনের অগ্নি-ব্যবস্থাপনা সিস্টেম নিয়মিত পরিদর্শন করতে হবে; সকল বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণের জন্য জরুরি সকল সামগ্রী এবং মার্কিং/চিহ্ন যাতে সবসময় থাকে তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং প্রশিক্ষণ/ফায়ার ড্রিল বাধ্যতামূলক করতে হবে প্রতিটি বাণিজ্যিক কার্যালয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পাবলিক ওয়েলফেয়ার সেন্টারগুলায়; প্রতিটি বিল্ডিংয়ে প্রয়োজনীয়সংখ্যক এবং প্রশস্ত ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা করতে হবে এবং নিরাপদভাবে প্রস্থান করার ব্যবস্থা রাখতে হবে; ইমার্জেন্সি এক্সিট এবং সিঁড়িগুলো ফাঁকা, পরিষ্কার ও ব্যবহারযোগ্য অবস্থায় রাখতে হবে যাতে যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়; ভবন ব্যবহারের প্রকৃতি (যেমন, আবাসিক থেকে বাণিজ্যিক)। কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ ও অনুমোদন ব্যতীত পরিবর্তন করা যাবে না; একই ভবনে স্বল্প জায়গা নিয়ে বানানো বিভিন্ন রেস্টুরেন্টের কাঠামো পরিবর্তন করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলো নিজ দায়িত্বে এড়িয়ে চলতে হবে প্রভৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধাকে নিয়ে বিড়ম্বনায় হাসপাতাল কর্তৃপক্ষ

তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি সম্পাদিত 

ঘুম থেকে উঠে লিটন দেখে ঘরে মা, বাইরে বাবার লাশ

মুন্সীগঞ্জে দলিল লেখকপট্টিতে ভয়াবহ আগুন

বিশেষ কারাগারে ভিআইপি বন্দিদের যে আক্ষেপ

আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে

ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত

ব্রাশের আগে পানি পান করবেন কি না? কী বলছেন চিকিৎসকরা 

অভিযুক্তকে বাঁচাতে মানববন্ধন করতে বললেন তদন্ত কমিটির সদস্য 

১০

ইয়েমেন থেকে এখনো হামলা হচ্ছে ইসরায়েলে

১১

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৭ কিশোর

১২

বিএনপির মনোনয়ন চান উপদেষ্টার ভাই

১৩

০৬ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিলেন পাষণ্ড বাবা

১৫

রোববার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

০৬ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

১৮

সুনামগঞ্জে সিসিএসের মতবিনিময় সভা

১৯

কমিক বইয়ে ‘ভয়ংকর পরিণতির ভবিষ্যদ্বাণী’, জাপানজুড়ে আতঙ্ক

২০
X