ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৭:০৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ
আলোচনা সভায় ত্রাণ উপমন্ত্রী

২০৭১ সালের মধ্যে ভূমিকম্প সহনশীল দেশ হবে বাংলাদেশ

আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : সংগৃহীত
আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : সংগৃহীত

২০৭১ সালের মধ্যে বাংলাদেশ ভূমিকম্প সহনশীল দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘আমরা ছোট দেশ। আমাদের জনসংখ্যা বেশি, স্থাপনা বেশি এবং আমাদের আর্থিক সক্ষমতা জাপানের চেয়ে কম। তবে আমরাও উদ্যোগ গ্রহণ করেছি এবং টার্গেট নিয়েছি ৫০ বছর। ২০৭১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে ভূমিকম্প সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ শনিবার দুপুরে ভূমিকম্পবিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে করণীয় পদক্ষেপ নিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ত্রাণ উপমন্ত্রী বলেন, ‘২০১৯ সালে একটি ডকুমেন্টারিতে জাপানের জাইকা দেখিয়েছে যে, ১০ মাত্রার ভূমিকম্পের পরেও জাপানে আশি তলা ভবন দুলতেছে কিন্তু ধ্বংস হচ্ছে না। আট তলা একটি স্কুল ভবনের ক্ষেত্রেও এমন দেখা যাচ্ছিল। ২০১১ সালের পর জাপান সরকার এটাতে বেশি গুরুত্ব দেয়। জাপান এটি ভূমিকম্প সহনশীলতার সঙ্গে তৈরি করেছে। এখন জাপান সরকার দাবি করে যে, তারা পুরো রাষ্ট্রটাকে ভূমিকম্প সহনশীল করেছে এবং এটা করতে তাদের ৩০ বছর লেগেছে।

‘বাংলাদেশ বিগত দুই দশকে শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু ভূমিকম্প নিয়ে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট নই। কারণ, ঢাকা শহর নিয়ে ২০১৬ সালে একটি জরিপে বলা হয়েছিল যদি ৭ মাত্রার একটি ভূমিকম্প হয় তাহলে ৭২ হাজার বাড়ি ধ্বংস হবে, ৪ লাখ মানুষ নিহত হবে এবং লাখ লাখ লোক আহত হবে। সেই থেকে সরকার চেষ্টা করছে ভূমিকম্প নিয়ে কাজ করার জন্য। ভূমিকম্প মোকাবিলায় সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে আমাদের পাঠ্যপুস্তক এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করা হচ্ছে।’

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে জনগণকে অবহিত এবং সতর্ক করতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং ভবিষ্যতে এ রকম উদ্যোগ আরও গ্রহণ করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রতিটি উদ্যোগের সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করে আসছেন। দুর্যোগ ঝুঁকি সমন্বিত নগর উন্নয়ন পরিকল্পনা স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্তমানে অনুসরণ ও বাস্তবায়ন করে আসছে। ভূমিকম্পের বিপদাপন্নতা কমানোর জন্য তিনি স্থানীয় পর্যায়ে ঘন ঘন মহড়া পরিচালনার ওপরও গুরুত্ব আরোপ করেন।’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘একটি ভূমিকম্পপ্রবণ এলাকায় যে কোনো সময়ে ধ্বংসাত্মক ভূমিকম্প হতে পারে। আমাদের দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প সংঘটিত হওয়ার মতো প্রায় ১৩টি ভূতাত্ত্বিক ফাটলরেখা রয়েছে, যেগুলো ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। সেজন্য প্রস্তুতি বাড়ানো দরকার। জনসচেতনতা ভূমিকম্প দুর্যোগের বিপদাপন্নতা কমানোর জন্য একটি বড় উপাদান। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুলপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’

অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ‘‘নগর পরিকল্পনার ক্ষেত্রে দুর্যোগ ঝুঁকি সন্নিবেশিত ‘ল্যান্ডইউজ প্ল্যান’ প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব হলে ভূমিকম্পের ঝুঁকি বহুলাংশে কমানো যাবে। এই পরিকল্পনার ওপর ভিত্তি করে বিল্ডিং কোড সহজে অনুসরণ ও প্রয়োগ করা সম্ভব হবে।’’

অনুষ্ঠানে ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়’। এ বিতর্কে যুক্তিতর্কের মাধ্যমে উভয় দলের প্রতিযোগীরা তাদের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। এ বিতর্কের মাধ্যমে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাব্য উৎস এবং বিদ্যমান ঝুঁকি সম্পর্কিত বিভিন্ন তথ্য উঠে আসে, যা বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১০

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১১

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১২

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৪

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৭

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৮

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৯

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

২০
X