জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সেমিনারে বক্তারা

তাত্ত্বিক ও নৃতাত্ত্বিক দিক থেকে রবীন্দ্রনাথের ওপর গবেষণা প্রয়োজন 

জবিতে আলোচনা সভা। ছবি : কালবেলা
জবিতে আলোচনা সভা। ছবি : কালবেলা

‌‘রবীন্দ্রনাথের ভ্রমণ ও বিশ্বপথিক, সংগীত, নারীর ক্ষমতায়ন, সম্পাদনা, চলচ্চিত্র, রাজনৈতিক ও সামাজিক চিন্তা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এখনও গবেষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনরা।

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলা বিভাগের আয়োজনে ‌‘অনিঃশেষ রবীন্দ্রনাথ : গবেষণার মুক্ত ক্ষেত্রসমূহ’ শীর্ষক এ সেমিনারে বক্তারা আরও বলেন, তাত্ত্বিক ও নৃতাত্ত্বিক দিক থেকেও রবীন্দ্রনাথের উপর গবেষণা হয়নি এ বিষয়ে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক কবি, গবেষক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক ড. মাসুদুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গবেষণার বিস্তর জায়গা রয়েছে। রবীন্দ্রনাথের চিঠি সম্পর্কেও গবেষণা করা যায়।

মাসুদুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করেন নি। যারা এই তথ্য ছড়াচ্ছেন তা তথ্য না জেনেই ছড়াচ্ছেন। এমনকি রবীন্দ্রনাথ মুসলমান বিদ্বেষী ছিলেন না। এ বিষয়ে তিনি কালিদাস নাগকে লেখা রবীন্দ্রনাথের হিন্দু-মুসলমান নিয়ে চিঠির কথা বলেন।

সেমিনারে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ সাহিত্যের সকল স্তরে বিচরণ করেছেন। তাই রবীন্দ্রনাথ অনিঃশেষ। ছোটগল্পের কাব্যিক সংজ্ঞা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ছোটগল্প ও গানের মধ্যেই অনবদ্য এবং অবিস্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাটক, কাব্যনাট্য, প্রবন্ধ, উপন্যাস রচনায় অনন্য কৃতিত্ব রেখেছেন। কিছু শব্দ যেমন : ক্ষুদ্রঋণ, বৃক্ষরোপণ রবীন্দ্রনাথের সৃষ্টি। রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতি ভালোবাসা, শিক্ষাভাবনা নিয়ে গবেষণার বিষয়।

বিশেষ অতিথির বক্তব্যে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জ্যোৎন্সা চট্টোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথকে জানতে হলে দ্বারকানাথ ও দেবেন্দ্রনাথকে ভালোভাবে জানতে হবে। কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ নিয়ে সমসাময়িক এবং পরবর্তী অনেক লেখকের লেখায় প্রভাব ফেললেও জীবনানন্দ দাশের রচনাসমগ্রে রবীন্দ্রনাথের প্রভাব নেই।

এ সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের অধ্যপক এবং সেমিনার কমিটির সদস্য ড. মোছা. শামীম আরা। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন তা পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

নির্বাচনী কাজে বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিয়োগ নিয়ে ইসির যে সিদ্ধান্ত

১০

কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লিড

১২

এক যুগেরও বেশি সময় ধরে দুস্থদের পাশে শমসের আলী হেলাল

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ

১৪

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

১৫

সুখবর পেলেন যুবদলের এক নেতা

১৬

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

গলার ক্যানসার চেনার ৫ প্রাথমিক লক্ষণ

১৮

লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর

১৯

এবার ২ নেতাকে সুখবর দিল বিএনপি

২০
X