নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট-২ আসনের জাতীয় পার্টির (জাপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াহইয়া চৌধুরীর ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (২ ডিসেম্বর) নির্বাচনী এলাকা-২৩০, সিলেট-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এ আদেশ দিয়েছেন। তাকে রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘আপনি মো. ইয়াহইয়া চৌধুরী, জাতীয় পার্টির সিলেট-২ আসনের মনোনীত প্রার্থী হিসেবে গত ৩০ ডিসেম্বর রিটার্নিং অফিসার, সিলেটের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার আগে মিছিল সহকারে প্রবেশ করেন যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’-এর বিধি ৮(খ)-এর লঙ্ঘন এবং ওই বিধিমালা লঙ্ঘনের বিষয়টি ‘একাত্তর টিভি’-এর সংবাদের মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে। এ ছাড়া একাত্তর টিভির ইউটিউব চ্যানেলেও আপনার আচরণবিধি লঙ্ঘনের ভিডিও সংরক্ষিত আছে। এমতাবস্থায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’-এর বিধি ৮(খ)-এর লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তৎমর্মে আগামী রোববার (৩ ডিসেম্বর) নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, জজ কোর্ট, সিলেট) বেলা ১১টায় স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
মন্তব্য করুন