বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গল্প চুরির দায়ে আইনি প্যাঁচে করণ জোহর, হাতছাড়া হতে পারে অস্কার

গল্প চুরির দায়ে আইনি প্যাঁচে করণ জোহর, হাতছাড়া হতে পারে অস্কার। ছবি: সংগৃহীত
গল্প চুরির দায়ে আইনি প্যাঁচে করণ জোহর, হাতছাড়া হতে পারে অস্কার। ছবি: সংগৃহীত

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর আবারও আইনি জটিলতায়। এবার তার প্রযোজিত এবং অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া সিনেমা ‘হোমবাউন্ড’-এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন, তার ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করেই এ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

এই অভিযোগে করণ জোহর, আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করতে যাচ্ছেন পূজা।

লেখিকার অভিযোগ কী? পুজা চাঙ্গোইওয়ালার দাবি, সিনেমাটি দেখার পর তিনি বুঝতে পারেন যে নির্মাতারা শুধু তার বইয়ের শিরোনামই চুরি করেননি, বরং গল্পের বড় একটি অংশ হুবহু নকল করেছেন। তিনি বলেন, ‘আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু—দুটিই ২০২০ সালের কভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত। ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ—দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি এবং ঘটনার ক্রম স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে।’

আদালতে যাওয়ার আগে তিনি তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পূজা বলেন, ‘আমি জানি, এই পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী করপোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কিন্তু লেখকদের কাজ যখন অনুমতি ছাড়া আত্মসাৎ করা হয়, তখন নিজেদের সৃষ্টিকে রক্ষা করা জরুরি।’

নির্মাতাদের দাবি ও প্রতিক্রিয়া ছবির নির্মাতারা চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সিনেমার কাহিনি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।

অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনস প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

মামলায় যা চাওয়া হচ্ছে আইনি পদক্ষেপ হিসেবে পূজা ছবিটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—ছবিটির বিতরণ বন্ধ করা, নকল করা সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ।

সিনেমার খুঁটিনাটি নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমায় অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে ছবিটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে চুরির অভিযোগ সিনেমাটির যাত্রাপথে বড় বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করল পুলিশ

ডিপফেকের শিকার মাধবন, হলেন আদালতের দারস্থ

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

এআইইউবি-তে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিলেন অনার্স শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

শীতে প্রতিদিন গুড় খাচ্ছেন তো!

পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে বাংলাদেশের রিয়াদুল-তনয়

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

ভারতে সয়াবিন ও ভুট্টা রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, শঙ্কায় কৃষকরা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

১০

পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা

১১

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা কর্নেল অলির

১২

নুর ও রাশেদের জন্য যে ২ আসন ছাড়ল বিএনপি

১৩

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

১৪

অনেকের ভিসা প্রত্যাখ্যান, কারণ জানাল যুক্তরাষ্ট্র

১৫

নাক-ঠোঁট নিয়ে কটু মন্তব্যে ভেঙে পড়েছিলেন মাধুরী

১৬

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবেন না : সালাহউদ্দিন

১৭

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী!

১৮

হঠাৎ পেশি কাঁপছে? কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

১৯

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল / ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রেজারার অপসারণ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

২০
X