আসন্ন ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পাবে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ১৭ জুন রাতে এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এতে প্রশংসিত হয়েছে শাকিবের ভিন্ন রকম লুক। এই সিনেমার প্রচারে দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। শাকিবের ফার্স্ট লুক শেয়ার করে শুভকামনা জানিয়েছেন এই চিত্রনায়কা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়তমা’ ছবির ফার্স্ট লুক শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়েছেন অপু। লিখেছেন, ‘বেস্ট অব লাক’। সেই পোস্টের মন্তব্যের ঘরে এসেছে প্রায় দেড় হাজারের বেশি কমেন্ট।
অপুর ফেসবুক প্রোফাইল থেকে শাকিবের সিনেমার প্রচারের বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন অনেকে। তবে কেউ কেউ বেশ অবাক হয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে অপু বিশ্বাস জানিয়েছেন, দর্শক হিসেবে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুনত্বের জন্ম দেন। নিজেকে ভাঙতে পারেন তিনি। আব্রাম তো তার বাবার ফার্স্ট লুক দেখে বেস্ট উইশ জানিয়েছে।
শাকিব খানের সিনেমার পাশাপাশি নিজের সিনেমার প্রচার নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন চিত্রনায়িকা অপু। তার ‘লাল শাড়ি’ ছবিটিও মুক্তি পাবে এবারের ঈদে। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
মন্তব্য করুন