

পাকিস্তানের আন্তর্জাতিক তারকা আতিফ আসলাম, যার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। সেই সুবাদে এ দেশের শ্রোতাদের ভালোবাসা পেতে বারবার ঢাকায় এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় আরও একবার তাকে ঢাকায় কনসার্ট করার জন্য আনার চেষ্টা করা হচ্ছে— এমনটাই জানা গেছে।
আতিফকে ঢাকায় আনার জন্য চেষ্টা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যেহেতু এখনো কোনো কিছু নিশ্চিত করা হয়নি, তাই প্রতিষ্ঠানটির নাম প্রকাশে রাখা হচ্ছে গোপনীয়তা। তবে আয়োজক প্রতিষ্ঠানের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা কালবেলাকে জানান, পাকিস্তানের জনপ্রিয় এ সংগীতশিল্পীর ম্যানেজারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ হয়েছে তাদের। আগামী ডিসেম্বরে বাংলাদেশে কনসার্ট নিয়ে আতিফের সম্মতিও পাওয়া গেছে। তবে পারিশ্রমিকের বড় একটি অংশ অগ্রিম পরিশোধ করার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই শিল্পী— এমনটাই জানা গেছে।
আতিফ বাংলাদেশে এর আগে সবশেষ আসেন ২০২৪ সালের ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্টে। সেখানে আতিফ ছাড়াও পাকিস্তানের হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফর্ম করে। তবে এবার তার বাংলাদেশে আসা নিশ্চিত হওয়ার পরই জানা যাবে এ শিল্পীর সঙ্গে কে কে মঞ্চ মাতাবেন।
এদিকে, আগামী ১৪ নভেম্বর পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমত বাংলাদেশে কনসার্ট করবেন। তার সঙ্গে এদিন দেশের রকস্টার মাহফুজ আনাম জেমসও মঞ্চে থাকবেন। এরপর এ মাসেই পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল আবারও ঢাকা মাতাতে আসছে। ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মুমতাজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। যার শিরোনাম দেওয়া হয়েছে ‘সাউন্ড অব সোল’। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশে আসবে পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড কাভিশ। তাদের কনসার্টটি আয়োজন করবে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। আয়োজকদের পক্ষ থেকে এরই মধ্যে অনলাইনে কনসার্টের প্রচারণা শুরু হয়েছে। জানা গেছে, এ মাসেই অনলাইনে ছাড়া হবে টিকিট।
মন্তব্য করুন