শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫৮ জন 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৩০ জনেই স্থির রয়েছে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে ৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১ হাজার ৯৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে, যা ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ছিল।

ডেঙ্গু জ্বরে যা জানা জরুরি

ডেঙ্গু একটি ভাইরাল জ্বর, যা এডিস এলবোপিক্টাস এবং এডিস ইজিপ্টাই নামে মশার কামড় থেকে ছড়ায়। এ মশাগুলো দিনে ও রাতে উভয় সময় কামড়ায়, আর এ মশা সারা দিন সাধারণত জনবসতিপ্রধান এলাকায় অবস্থান করে। বিশ্বব্যাপী বছরে ৩৯০ মিলিয়ন সংক্রমণ ঘটে, যার মধ্যে প্রায় ৯৬ মিলিয়ন ক্লিনিক্যাল সঠিকমতো ধরা পড়ে।

লক্ষণ : আকস্মিক উচ্চমাত্রার জ্বর। মাথা, চোখের পেছনে, পেশি ও অস্থিসন্ধিতে বেদনাদায়ক ব্যথা। বমি, ক্লান্তি, গায়ের লালচে ফুসকুড়ি। র‌্যাশ এবং গুরুতর ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা রক্তপাত, ধমনিতে চাপ কমে যেতে পারে।

নির্ণয় ও চিকিৎসা : রক্তপরীক্ষা- প্ল্যাটিলেট, হেমাটোক্রিট ও ভাইরাস শনাক্তকরণ। ডেঙ্গু প্রতিরোধে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই; মূলত সহায়ক চিকিৎসা তাপ নিয়ন্ত্রণ, বিশ্রাম, তরলসার গ্রহণ ইত্যাদি।

সতর্কতা : ডিহাইড্রেশন, প্লেটলেট কমে গেলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে।

প্রতিরোধ ও নিয়ন্ত্রণ : ঘরে যেন পানি জমে না থাকে। টায়ার, ফুলের টব ও গামলা পরিষ্কার রাখা প্রয়োজন। এমন পোশাক পরতে হবে, যেন শরীর ঢেকে থাকে, মশারি ও রিপেল্যান্ট ব্যবহার করতে হবে। সরকারি উদ্যোগে মশা নিয়ন্ত্রণ ও গণসচেতনতা বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্যাথোজেন নিরীক্ষা (বিশেষ করে বর্ষা মৌসুমে) ও উলবাকিয়া পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা বিএনপির

বছরজুড়েই রাসূলুল্লাহর (সা.) জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

উচ্ছেদ আতঙ্কে মালপাহাড়িয়ারা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যা বললেন অপু বিশ্বাস

গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা

‌‘মন্ত্রী-সচিব হাঁপ ছেড়ে বাঁচল, সারওয়ার আল্লাহর কাছে শুকরিয়া জানাল’

জিয়ার সৈনিকের লাশ পড়ে ছিল শীতলক্ষ্যা-বুড়িগঙ্গায় : রিজভী

১০

আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : ডা. তাহের

১১

নতুন জার্সি স্পনসরশিপ বিসিসিআইয়ের জন্য আশীর্বাদ!

১২

ইউনূস কার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন : এমএম আকাশ

১৩

হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল খানকা

১৪

ফের মাস্টার্সের সুযোগ চান সাবেক সমন্বয়কসহ ৬ নেতা

১৫

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

১৬

বই পড়ে পুরস্কার পেল ৬ হাজার শিক্ষার্থী

১৭

বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে উত্তাল কক্সবাজার

১৮

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের নিয়ে ইমিগ্রেশনের নতুন ঘোষণা

১৯

বিশ্বাসযোগ্য একটি নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই : আজাদ

২০
X