দেশের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান মাতৃভূমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড’ সোমবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও ম্যাগাজিন উদ্বোধন করেছে। অনুষ্ঠানটি ঢাকায় রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং মাতৃভূমি গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া উদ্বোধন করেন।
ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন বলেন, হৃৎপিণ্ড আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্টের সমস্যা হলে জীবন বিপন্ন হয়। তাই তাদের হাসপাতাল মানুষের সেবা করার জন্য কাজ করছে। তারা প্রাকৃতিক ও আধুনিক চিকিৎসা পদ্ধতিতে রোগীদের সুস্থ করতে সাহায্য করছে।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, যেন সরকার সকল সরকারি হাসপাতালে এই ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করে হৃদরোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করে।
বিশেষজ্ঞরা বলেন, মানুষের হৃদপিণ্ড গর্ভে থাকাকালীন ২২তম দিন থেকে কাজ শুরু করে এবং সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, খারাপ খাদ্যাভ্যাস, ধূমপান, মানসিক চাপ হার্টকে বিপদে ফেলে। বাংলাদেশে বছরে প্রায় তিন লাখ মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। তাই সবাইকে হৃদরোগ সম্পর্কে সচেতন হতে হবে।
প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হয়। চলতি বছরের থিম ছিল ‘প্রতিটি হৃদস্পন্দনের যত্ন নিন’। এর উদ্দেশ্য হলো হৃদরোগ সচেতনতা বৃদ্ধি, সুস্থ জীবনযাপন উৎসাহিত করা এবং মৃত্যুহার কমানো।
মাতৃভূমি হার্ট কেয়ার দুটি আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছে
১. EECP (নন-সার্জিক্যাল পদ্ধতি) যা হার্ট ব্লকেজ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়।
২. BCT (রক্ত পরিশোধন থেরাপি) যা শরীর ও হার্টকে শক্তিশালী করে।
তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো, আধুনিক ও প্রাকৃতিক চিকিৎসার সমন্বয় এবং সাশ্রয়ী হৃদরোগ সেবা নিশ্চিত করাই লক্ষ্য রেখেছে।
হার্ট সুস্থ রাখতে তারা কিছু সহজ পরামর্শ দিয়েছে :
- প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা
- পুষ্টিকর খাবার খাওয়া, চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া
- ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
- পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা (রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণ)
মাতৃভূমি হার্ট কেয়ার সরকারের প্রতি কিছু প্রস্তাব দিয়েছে, যেমন :
- মিডিয়াতে হার্ট অ্যাটাক ঝুঁকি কমানোর ব্যাপারে নিয়মিত প্রচারণা করা।
- অফিসগুলোতে স্বাস্থ্য কর্নার চালু করে সুষম খাদ্য, ব্যায়াম ও ধূমপান বিরতি প্রচার করা।
- উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা।
আলোচনা সভার সভাপতি ছিলেন মাতৃভূমি হার্ট কেয়ারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
মন্তব্য করুন