কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছে, জানুন প্রতিকার

নাক দিয়ে রক্ত পড়ছে । ছবি : সংগৃহীত
নাক দিয়ে রক্ত পড়ছে । ছবি : সংগৃহীত

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ছে, এমন অবস্থার সম্মুখীন হয়েছেন অনেকেই। অনেকেই এমন রক্ত পড়া দেখে ভয় পেয়ে যান। কিন্তু ভয় না পেয়ে সঠিক উপায়ে নাক চেপে ধরে রাখলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। নানা কারণেই নাক দিয়ে রক্ত বের হতে পারে।

তবে আগে জানতে হবে ঠিক কী কারণে নাক দিয়ে রক্ত পড়ছে। এরপর সে অনুযায়ী চিকিৎসা নিলে পরে নাক দিয়ে রক্ত পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। আমাদের নাকের ঝিল্লি আবরণের মধ্যে রক্তনালি থাকে। এটি এমন অবস্থায় থাকে যে, একটু আঘাত পেলেই রক্তপাত হতে পারে। এ সমস্যা বেশি হয় শুষ্ক আবহাওয়ায়। এর কারণ হলো নাকের ঝিল্লি আবরণ অনেক পাতলা ও অগভীর। তাই সামান্য আঘাতে রক্তপাত হওয়ার আশঙ্কা থাকে।

কেন নাক দিয়ে রক্ত পড়ে?

- নাকের ভেতর কোনোভাবে আঘাত পেলে রক্তপাত হতে পারে। - নাকের বিভিন্ন টিউমারের কারণে হতে পারে। - অপারেশনজনিত কোনো কারণ থেকে হতে পারে। - নাকের সর্দি বা সাইনোসাইটিসের কারণে হতে পারে। - নাকের বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণেও হতে পারে। - নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা হওয়ার কারণে হতে পারে। - নাকের মাঝখানের পর্দা ছিদ্র হলে রক্তপাত হতে পারে।

এ ছাড়া কয়েকটি সাধারণ কারণে নাক দিয়ে রক্ত বের হতে পারে। সেগুলো হলো—

- কোনো ওষুধ (এসপিরিস) সেবনের জন্য - উচ্চ রক্তচাপের জন্য - নাকের রক্তনালির কিছু জন্মগত ত্রুটির জন্য - মাসিকের সময় অথবা গর্ভাবস্থার সময় - জন্ডিস বা লিভার প্রদাহ এবং লিভার সিরোসিসের জন্য - রক্তের বিভিন্ন রোগের জন্য হতে পারে। যেমন—প্লাস্টিক অ্যানমিয়া, হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, পারপুরা। -

নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন?

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে যান। এটি না করে প্রথমে সোজা হয়ে একটু সামনের দিকে ঝুঁকে চেয়ারে বসুন। আঙুল দিয়ে নাকের দুটি ছিদ্র বন্ধ করে রাখুন। এ সময়টাতে মুখ দিয়ে শ্বাস নিন। কিছু সময় এভাবে থাকার পরও যদি দেখেন রক্ত পড়া কমছে না, তাহলে আঙুল ছাড়বেন না; আরও বেশি সময় চাপ দিয়ে ধরে রাখুন। যদি পারেন তাহলে কপালে ও নাকের চারপাশে বরফ দিতে পারেন, তাহলে রক্ত পড়া দ্রুত বন্ধ হবে।

যদি এভাবেও কাজ না হয় এবং দীর্ঘ সময় ধরে রক্ত পড়তে থাকে, তাহলে বিলম্ব না করে নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে চলে যান। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যখন নাক দিয়ে রক্ত পড়বে তখন কোনোভাবেই শোবেন না। কারণ, এ সময় রক্ত ফুসফুসে গিয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। আর রক্ত পড়া যদি বন্ধ হয়ে যায়, তাহলেও কয়েক ঘণ্টার মধ্যে নাক পরিষ্কার করতে যাবেন না, কেননা পুনরায় রক্ত পড়া শুরু হতে পারে।

নাকের রক্ত পড়া প্রতিরোধে যা করবেন—

- অনেকেরই খুঁটে খুঁটে নাক দিয়ে ময়লা বের করার অভ্যাস আছে। তবে নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করতে কোনোভাবেই নাক খুঁটা যাবে না। যদি এটা করেন, তাহলে নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে। - নাকের হাড়ে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান, না হলে হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে। - বয়স্করা নিয়মিত রক্তচাপ মাপুন। যত দিন নিয়ন্ত্রণে থাকে তো ভালো, আর না থাকলে অবশ্যই ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখুন। অনেক ক্ষেত্রে রক্তচাপের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। তাই যখনই নাক দিয়ে রক্ত পড়তে শুরু করবে, তখন ব্লাড প্রেশার চেক করবেন। - যারা হৃদরোগে আক্রান্ত, তাদের ওষুধ খাওয়ার মাধ্যমে অনেক সময় নাকের রক্ত পড়তে পারে। তাদের যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং জানুন, কী কারণে এমনটি হচ্ছে। - নাকের ভেতরের ময়লা বের করার জন্য অনেকে নাক খোঁচাখুঁচি করেন। এর ফলেও নাক দিয়ে রক্ত পড়ার আশঙ্কা থাকে। তাই খোঁচাখুঁচি না করে দিনে ৩-৪ বার নরসল ড্রপ ব্যবহার করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা-বিস্কুট খাইয়ে জামাইকে হত্যা, শ্বশুর পলাতক

জনকল্যাণ ও দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : কফিল উদ্দিন

রূপনগর–পল্লবীতে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ

মদপানে ৬ জনের মৃত্যু, ৪ জনের মরদেহ কবর উত্তোলনের সিদ্ধান্ত

সহস্র প্রদীপ প্রজ্বালনে ঢাকেশ্বরী মন্দিরে দীপাবলি উদযাপিত

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন

শ্যামা পূজা পরিদর্শন করলেন প্রিন্স

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

১০

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ১৭

১১

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

১২

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার 

১৩

পীর সাহেব মধুপুর / কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণবিস্ফোরণ ঘটবে

১৪

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

১৫

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’

১৬

বিমানবন্দরের আগুনে পুড়ল ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল

১৭

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি

১৯

পুঁজিবাজারে যুক্ত হচ্ছে জেলা-উপজেলা প্রশাসন

২০
X