কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

যোগাযোগ দিয়েই সম্পর্ককে ভালো রাখুন

যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিদিনের ছোট ছোট যোগাযোগই অনেক বড় ভূমিকা রাখে। ছবি : সংগৃহীত
যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিদিনের ছোট ছোট যোগাযোগই অনেক বড় ভূমিকা রাখে। ছবি : সংগৃহীত

আমরা সবাই সম্পর্কের কথা বলি—ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, সহকর্মিতা। কিন্তু এসব সম্পর্ক নিজে নিজে গড়ে ওঠে না, টিকেও থাকে না। ব্যস্ততা, মান-অভিমান, ভুল বোঝাবুঝি—সবকিছু মিলিয়ে প্রিয় মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে।

তবে একটা ছোট পরিবর্তনই বদলে দিতে পারে সবকিছু। তা হলো সচেতন ও আন্তরিক যোগাযোগ।

কথা যত সহজ, প্রভাব তত গভীর। সময়মতো বলা ‘তুমি কেমন আছো?’ বা মন দিয়ে শোনা ‘আমি কষ্টে আছি’—এমন ছোট ছোট যোগাযোগই সম্পর্ককে জীবন্ত রাখে, জাগিয়ে রাখে হৃদয়ের বন্ধন।

এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোকেই উপেক্ষা করি—হোক সে জীবনসঙ্গী, পরিবারের কেউ, বন্ধু কিংবা সহকর্মী। অথচ সম্পর্ক তো হাওয়ায় গড়ে ওঠে না। সম্পর্ক গড়ে তুলতে হয়, সময় দিতে হয়, আর তার মূল চাবিকাঠি হলো—সতর্ক ও আন্তরিক যোগাযোগ।

যোগাযোগ কেন এত জরুরি?

যোগাযোগ মানে শুধু মুখে কথা বলা নয়। এটা হলো মন থেকে মন ছোঁয়ার এক উপায়। কাউকে মন দিয়ে শোনা, বোঝা, অনুভব করা এবং নিজের কথাও স্পষ্টভাবে প্রকাশ করাই হলো প্রকৃত যোগাযোগ।

ভালো যোগাযোগ—

- বিশ্বাস গড়ে তোলে

- ভুল বোঝাবুঝি দূর করে

- মানসিক দূরত্ব কমায়

অন্যদিকে, নীরবতা বাড়লে জন্ম নেয় দূরত্ব, ভুল ধারণা ও চাপা ক্ষোভ। অনেক সময় খুব কাছের মানুষও ধীরে ধীরে যেন দূরের হয়ে যায়, শুধু কথা না বলার জন্য।

যোগাযোগের ধরন

মৌখিক যোগাযোগ

সরাসরি বলা অনুভূতির ভাষা—‘আমি কৃতজ্ঞ’, ‘আমি আঘাত পেয়েছি’—এই ছোট ছোট কথাই অনেক গভীর সম্পর্ক গড়ে তোলে।

অমৌখিক যোগাযোগ

চোখে চোখ রাখা, শরীরের ভঙ্গিমা, একটি হাসি কিংবা একটুখানি স্পর্শ—এসব কখনো কখনো কথার চেয়েও বেশি অর্থ বহন করে।

ডিজিটাল যোগাযোগ

মোবাইল বার্তা, ভিডিও কল, ইমেইল—এই প্রযুক্তির যুগে দূরে থেকেও যোগাযোগ সম্ভব। তবে সেটা যেন নিরুত্তাপ না হয়—আন্তরিকতা যেন বজায় থাকে।

কীভাবে যোগাযোগ আরও কার্যকর করা যায়?

মনোযোগ দিয়ে শুনুন : শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন।

সত্য ও সম্মান বজায় রাখুন : কঠিন কথাও সুন্দরভাবে বলা সম্ভব।

নিজের অনুভূতি স্পষ্ট করুন : অভিযোগ নয়, অনুভব দিয়ে কথা বলুন।

মনোযোগ দিন : চোখে চোখ রেখে, মোবাইল সরিয়ে কথা বলুন।

সমস্যা জমতে দেবেন না : ছোটখাটো মনোমালিন্য থাকতেই সমাধান করুন।

বিভিন্ন সম্পর্কে যোগাযোগ কেমন হওয়া উচিত?

প্রেমের সম্পর্কে: অনুভূতির আদান-প্রদান, মতের পার্থক্যে সহনশীলতা আর ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা—এসবই সম্পর্ক টিকিয়ে রাখে।

বন্ধুত্বে: সহজ ও নির্লিপ্ত যোগাযোগ ভুল বোঝাবুঝি কমায়, বন্ধন দৃঢ় করে।

পরিবারে: চাপের সময় পারস্পরিক সমর্থন পেতে খোলামেলা কথোপকথন অপরিহার্য।

কর্মক্ষেত্রে: স্পষ্ট ও সৌজন্যমূলক ভাষা কাজে সাফল্য আনে, ভুল কমায়।

যখন কথা বলা কঠিন হয়ে পড়ে

অনেক সময় নিজস্ব অভিজ্ঞতা, আত্মবিশ্বাসের ঘাটতি, কিংবা পারিপার্শ্বিক পার্থক্য আমাদের খোলামেলা হতে বাধা দেয়। সে ক্ষেত্রে একজন পরামর্শদাতা বা বিশ্বস্ত মধ্যস্থতাকারী হতে পারেন সহায়ক।

যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিদিনের ছোট ছোট যোগাযোগই অনেক বড় ভূমিকা রাখে। একটি ফোন কল, ছোট্ট বার্তা, একসাথে একটু হাসাহাসি—এই সবকিছুই সম্পর্ককে জাগিয়ে তোলে।

তাই, কথা বলা থামাবেন না। আগ বাড়িয়ে খোঁজ নিন, নিজের অনুভূতি ভাগ করুন, আর মন দিয়ে শুনুন। কারণ, যেখানে কথার স্রোত থেমে যায়, সেখানে সম্পর্ক শুকিয়ে যায়। আর যেখানে হৃদয় থেকে কথা উঠে আসে, সম্পর্ক সেখানে ফুলে-ফেঁপে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি থেকে ময়লা সংগ্রহের উদ্যোগ

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রতিষ্ঠার ১৯ বছর / বিদেশে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারছেন না কুবি শিক্ষার্থীরা

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

১০

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১৪

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৮

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৯

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

২০
X