ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক ফেসবুকে জানলেন তার নামে চিকিৎসা দিচ্ছেন আরেকজন

পুলিশের হাতে গ্রেপ্তার জয়নুল আবেদীন জয় ওরফে মো. আরিফ হাসান। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার জয়নুল আবেদীন জয় ওরফে মো. আরিফ হাসান। ছবি : কালবেলা

চিকিৎসক সেজে প্রতারণার দায়ে রাজধানীর ডেমরায় থেকে জয়নুল আবেদীন জয় ওরফে মো. আরিফ হাসান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় রাজধানীর মাতুয়াইলের হাজি বাদশা মিয়া সড়কের নিউ টাউন আবাসিক এলাকায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরিফ হাসান মাদারীপুরের শিবচর থানার কাহেরতলা ইউনিয়নের সুতারপাড়া গ্রামের মৃত মজিদ বেপারির ছেলে।

জানা গেছে, গ্রেপ্তার জয়নুল আবেদীন রাজধানীর মাতুয়াইল এলাকায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেইফ ফার্মাসহ আরও কয়েকটি হাসপাতাল ও কনসালটেন্সি ফার্মের মালিকদের যোগসাজশে চার বছর ধরে চিকিৎসক পরিচয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ জন্য তিনি ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেশিয়া বিশেষজ্ঞ চিকিসক মো. আরিফ হোসেনের নাম ও তার সনদ (বিএমডিসি রেজি. নম্বর এ-৮১৯৮৩) ব্যবহার করে আসছেন। এ ছাড়া জয়নুল রোগীদের কাছে এমবিবিএস (ঢাকা); এমএস অর্থোপেডিক সার্জারি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়; হাড় জোড়া, পঙ্গু, বাতরোগ বিশেষজ্ঞ ও সার্জন উপাধি ব্যবহার করে আসছে।

গত ২৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজের প্রকৃত চিকিৎসক মো. আরিফ হাসান ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন যে তার সনদ নম্বর ব্যবহার করে ডেমরায় এক ব্যক্তি চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। পরে তিনি সংশ্লিষ্ট হাসপাতালগুলোয় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পান। এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা করলে ওই রাতেই পুলিশ জয়নুলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. মেহেদী কালবেলাকে বলেন, আমরা হাসপাতালটি প্রতিষ্ঠা করেছি মাত্র আট মাস হলো। এর আগে যে মালিকের ছিল, তখন থেকেই জয়নুল এখানে মাঝেমধ্যে রোগী দেখত। আমরা তাকে আসল ডাক্তার হিসেবেই জানতাম। কিন্তু সে তার পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্য চিকিৎসকের সনদ নকল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ বিষয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরধারী আসল চিকিৎসক গতকাল রাতে মামলা করেন। পরে প্রতারক ব্যক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১০

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১১

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১২

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

১৩

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

১৫

পার্লামেন্টে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করল ইইউ

১৬

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

১৭

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

১৮

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

১৯

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

২০
X