কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতপাত বিলোপ জোটের আত্মপ্রকাশ

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতপাত বিলোপ জোটের আত্মপ্রকাশ হয়। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতপাত বিলোপ জোটের আত্মপ্রকাশ হয়। ছবি : কালবেলা

দলিত ও হরিজন সম্প্রদায়ের ১৯টি সামাজিক সংগঠন নিয়ে ‘জাতপাত বিলোপ জোট’-এর আত্মপ্রকাশ ঘটেছে। অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে শনিবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোট আত্মপ্রকাশ করে।

জোটভুক্ত সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, পথিক ফাউন্ডেশন, মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, ছাত্র ঐক্য পরিষদ, হরিজন অধিকার আদায় সংগঠন, জাগরণী সভা বাংলাদেশ, বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠী, তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি, হরিজন সমাজ সংস্কার আন্দোলন, বাংলাদেশ হরিজন জেলা সমাজ কল্যাণ সংগঠন, জেলা সমাজ যুব সংঘ, হরিজন সেবক সমিতি, সারদা স্মৃতি সংসদ, সরকার হরিজন সেবক সমিতি, বিডিইআরএম ঢাকা ও বাংলাদেশ জয় ভাম অন্যতম।

সংবাদ সম্মেলনে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে জোট গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শোষণ-বঞ্চনা, অবহেলার মধ্য দিয়ে বেড়ে উঠছে নমঃশূদ্র, দলিত, হরিজন, চা শ্রমিক ও আদিবাসী অংশের মানুষ। রাষ্ট্রীয় ও সামাজিক নিপীড়নের কারণে দেশে প্রায় ১.৫০ কোটি অনগ্রসর জনগোষ্ঠীকে শত শত বছর ধরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। অন্যদিকে নিজেদের মধ্যে জাত-পাতের ভেদাভেদ জিইয়ে রেখে দীর্ঘকাল ধরে অনৈক্যের চর্চা করে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। তবে আশার কথা, বর্ণবৈষম্যের শত বাধা পেরিয়ে গ্রামে-মহল্লায় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার হার বাড়ছে। একদল উচ্চশিক্ষিত ও পেশাজীবী মানুষ সৃষ্টি হচ্ছে, যা আগামীতে দাবি-দাওয়া নিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া বর্ণবৈষম্য বিলোপ না করে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। সেই বোধের ওপর দাঁড়িয়ে আমরা ‘জাতপাত বিলোপ জোট’ গঠন করেছি।

তিনি আরও বলেন, এই জোট বলতে শুধু কয়েকটি সামাজিক সংগঠনের ঐক্য বোঝায় না, এমনকি এই ঐক্য শুধু ইস্যুভিত্তিক স্বল্পমেয়াদী ঐক্য বোঝায় না। এই ঐক্য বলতে বোঝায়- বাংলাদেশের ব্রাহ্মণ্যবাদবিরোধী সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আদর্শিক ঐক্য; ব্রাহ্মণ্যবাদবিরোধী সকল জনগোষ্ঠীকে সকল প্রকার সংস্কার থেকে মুক্ত করে, ন্যূনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে অভিন্ন লক্ষ্যে তথা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়া।

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ১৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহের মধ্যে বৈষম্য বিলোপ কমিশনসহ বৈষম্য বিলোপ আইন পাশ করা; আদিবাসী, দলিত, হরিজন ও চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা; পরিচ্ছন্নতাকর্মী ও চা শ্রমিকসহ দৈনিকভিত্তিতে নিযুক্ত শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে আটশ’ টাকা করা; অনগ্রসর জনগোষ্ঠীগুলোর তালিকা সংবিধানের তপশিলে যুক্ত করা; অনগ্রসর জনগোষ্ঠীগুলোর সকল ছাত্র-ছাত্রীকে বৃত্তির আওতায় এনে প্রতি বছর কমপক্ষে ২০ কোটি টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা; অনগ্রসর জনগোষ্ঠীগুলোর ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় ৬% আসন সংরক্ষণ করা; অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জন্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৬% আসন সংরক্ষণ করা; অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জন্য সংসদের উভয় কক্ষে ৬% আসন সংরক্ষণ করা; সিটি করপোরেশন ও পৌরসভায় অন্তত একটি কাউন্সিলর পদ দলিত-হরিজন জনগোষ্ঠীর জন্য সংরক্ষণ করা; আগামী আদমশুমারিতে অনগ্রসর জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা নির্ণয় করা; ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করা অন্যতম।

এ সময় আরও উপস্থিত ছিলেন-পথিক বাদল, শ্রীকৃষ্ণ পাল, প্রদীপ হেলা, সীমা দত্ত, জয়ন্তী রানী মণ্ডল, অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল আলম ভুইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ৬৫ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X