দেশের সবচেয়ে তরুণ রাজনৈতিক নেতা নুরুল হক নুর। ভিপি নুর হিসেবেই তার অধিক পরিচিতি। রাজনৈতিক জীবনের শুরু থেকে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। তবে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন নুর। এর পর থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। রাজনৈতিক জীবনে একাধিকবার হামলা-মামলাসহ বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছিল এই তরুণ নেতাকে।
১৯৯১ সালে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নুরের। বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং মা নিলুফা বেগম ছিলেন ইউপি সদস্য। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি। নুরের জন্মের পাঁচ বছর পর তার মা মারা যান। এর পর থেকে একদিকে সংসার, অন্যদিকে সন্তানদের দেখাশোনা—দুটো দায়িত্বই পালন করেন তার বাবা ইদ্রিস।
২০১০ সালে চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পার করেন নুর। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। ২০১২ সালে সেখান থেকে এইচএসসি পাস করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি ইংরেজিতে অনার্স শেষ করেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন নুর।
২০১৬ সালে চরবিশ্বাস ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনাকে বিয়ে করেন নুরুল হক নুর। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
স্কুলজীবন থেকেই রাজনৈতিক সচেতন নুর নানা সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার আদায়ে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যা বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে পরিচিত। এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক করা হয় নুরকে।
১৯৭২ সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন নুর। এই আন্দোলনের মধ্য দিয়েই আলোচনায় আসেন এই ছাত্রনেতা। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতির সংস্কার করতে বাধ্য হয় সরকার। একই বছর নিরাপদ সড়ক চাই আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন তিনি। এরপর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেন। এতে ১১ হাজার ৬২টি ভোটে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন নুর। এর পর থেকে একাধিকবার বিভিন্ন অভিযোগে মামলা ও ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছিলেন এই ছাত্রনেতা। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভিপি নুর। ছাত্রনেতা হিসেবে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় বেশ জনপ্রিয়তা পান নুরুল হক নুর।
এরপর ২০২১ সালে ছাত্রনেতা থেকে মূল রাজনীতিতে পা রাখেন তিনি। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল। এর নাম দেওয়া হয় বাংলাদেশ গণঅধিকার পরিষদ।
মন্তব্য করুন