কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নুরুল হক নুর

নুরুল হক নুর
নুরুল হক নুর

দেশের সবচেয়ে তরুণ রাজনৈতিক নেতা নুরুল হক নুর। ভিপি নুর হিসেবেই তার অধিক পরিচিতি। রাজনৈতিক জীবনের শুরু থেকে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। তবে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন নুর। এর পর থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। রাজনৈতিক জীবনে একাধিকবার হামলা-মামলাসহ বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছিল এই তরুণ নেতাকে।

নুরুল হক নুরের জন্ম

১৯৯১ সালে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নুরের। বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং মা নিলুফা বেগম ছিলেন ইউপি সদস্য। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি। নুরের জন্মের পাঁচ বছর পর তার মা মারা যান। এর পর থেকে একদিকে সংসার, অন্যদিকে সন্তানদের দেখাশোনা—দুটো দায়িত্বই পালন করেন তার বাবা ইদ্রিস।

নুরুল হক নুরের শিক্ষা

২০১০ সালে চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পার করেন নুর। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। ২০১২ সালে সেখান থেকে এইচএসসি পাস করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি ইংরেজিতে অনার্স শেষ করেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন নুর।

নুরুল হক নুরের ব্যক্তিগত জীবন

২০১৬ সালে চরবিশ্বাস ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনাকে বিয়ে করেন নুরুল হক নুর। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

নুরুল হক নুরের রাজনৈতিক জীবন

স্কুলজীবন থেকেই রাজনৈতিক সচেতন নুর নানা সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার আদায়ে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যা বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে পরিচিত। এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক করা হয় নুরকে।

১৯৭২ সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন নুর। এই আন্দোলনের মধ্য দিয়েই আলোচনায় আসেন এই ছাত্রনেতা। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতির সংস্কার করতে বাধ্য হয় সরকার। একই বছর নিরাপদ সড়ক চাই আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন তিনি। এরপর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেন। এতে ১১ হাজার ৬২টি ভোটে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন নুর। এর পর থেকে একাধিকবার বিভিন্ন অভিযোগে মামলা ও ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছিলেন এই ছাত্রনেতা। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভিপি নুর। ছাত্রনেতা হিসেবে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় বেশ জনপ্রিয়তা পান নুরুল হক নুর।

এরপর ২০২১ সালে ছাত্রনেতা থেকে মূল রাজনীতিতে পা রাখেন তিনি। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল। এর নাম দেওয়া হয় বাংলাদেশ গণঅধিকার পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১০

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১১

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১২

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৩

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৪

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৫

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৬

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৭

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৮

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৯

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

২০
X