কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে জবাবদিহির আওতায় আনার প্রশ্নে যা বলল জাতিসংঘ 

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

মানবাধিকার, ভোটদান এবং মৌলিক অধিকারের লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিতি প্রেস ব্রিফিংয়ে।

বুধবার (৩১ জানুয়ারি, স্থানীয় সময়) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, যেকোনো সদস্য রাষ্ট্রের জন্য আমি বলব, সম্ভবত সবচেয়ে উত্তম মেকানিজম হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা পর্যালোচনা করা।

ডুজারিকের কাছে সাংবাদিক জানতে চান, জাতিসংঘ বাংলাদেশের শাসকগোষ্ঠীকে মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর যে আহ্বান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তারা। ক্ষমতাসীন সরকার বলেছে, জাতিসংঘ যা বলুক তা আমরা পরোয়া করি না। আমার প্রশ্ন হলো, নিছক উদ্বেগ প্রকাশ ছাড়া মানবাধিকার, ভোটাধিকার, মৌলিক অধিকার ভয়াবহভাবে লঙ্ঘনের জন্য একটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার কোনো পদ্ধতি আছে কি না?

জবাবে ডুজারিক বলেন, আমি বলব সম্ভবত এটাই উত্তম কৌশল বা পদ্ধতি যে, যেকোনো সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ করা।

এর আগে ২৯ জানুয়ারি ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধীদলগুলোর হাজার হাজার নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক জানতে চান, ‘বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ব্যতীত আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে মহাসচিব কি একমত?

এ বিষয়ে ডুজারিক বলেন, আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক মতামত প্রকাশের জন্য মানুষকে কখনই জেলে যাওয়া উচিত নয় এবং তাদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে যদি অভিযুক্ত না হয়। আমরা অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানাচ্ছি।

এর আগে ৯ জানুয়ারি জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ইস্যু। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন।

স্টিফেন ডুজারিকের কাছে সাংবাদিক জানতে চান- নির্বাচনের নামে শাসকগোষ্ঠীর বেপরোয়া দমনপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের জনগণ। এর শিকার, নিষ্পেষিত এবং ভোটাধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে কী ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব, যেখানে আমরা প্রত্যক্ষ করেছি সপ্তাহান্তে বাংলাদেশে সব বড় রাজনৈতিক দলের ভোট বর্জন, ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শনের মাধ্যমে একপক্ষীয় ডামি নির্বাচন হয়েছে।

তার এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আগেই আমি বলেছি মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন সব রকম সহিংসতা বন্ধ করতে এবং প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে। একই সঙ্গে প্রতিটি মানুষের আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ শ্রদ্ধা নিশ্চিত করতে। বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এটা অত্যাবশ্যক। আমরা যেসব সহিংসতা দেখেছি তাতে অবশ্যই উদ্বিগ্ন মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

‘দলীয় পুলিশ’ থেকে স্ব-মহিমায় ফেরার অঙ্গীকার আইজিপির

সংসার ভাঙছে তাহসান–রোজার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপার রাশেদ প্রধান

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের চতুর্থ এজিএম অনুষ্ঠিত

খালেদা জিয়ার দেশপ্রেম ও আপসহীনতাই আমাদের আদর্শ : ইশরাক

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প

মাদ্রাসা কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা, তালিকা চেয়েছে সরকার 

আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

১০

পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

১১

কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

১২

আ.লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের

১৩

বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার চালু

১৪

গ্লিসারিন কি ত্বক ও মুখের জন্য ভালো

১৫

ইরানে বিক্ষোভ দমনে বিদেশি মিলিশিয়া মোতায়েনের অভিযোগ

১৬

বিএনপি নেতাকে বেধড়ক মারধর

১৭

ওসির সঙ্গে আ.লীগ নেতাদের গোপন বৈঠক

১৮

মার্কিন সমর্থন, বিক্ষোভ দমনে নতুন অঙ্গীকার ইরানের সেনাবাহিনীর

১৯

দুই মহাসাগরের সংযোগস্থলে অবস্থান নিল চীন-রাশিয়া-ইরানের যুদ্ধজাহাজ

২০
X