কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএম পদকে ভূষিত হলেন মো. মাজহারুল ইসলাম

পুলিশ
মো. মাজহারুল ইসলাম

কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদকে ভূষিত হলেন মো. মাজহারুল ইসলাম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে এ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

মো. মাজহারুল ইসলাম গত ২০/০১/১৯৯১ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ০১/১২/২০২০ থেকে ১০/০৯/২০২২ পর্যন্ত অ্যাডিশনাল আইজি (এইচআরএম) হিসেবে এবং ১১/০৯/২০২২ থেকে অদ্যাবধি অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুজিশন) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অ্যাডিশনাল আইজি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করার সময় নিয়োগ ব্যবস্থাপনায় স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, যুগোপযোগী নিয়োগ প্রক্রিয়া ও আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমে নেতৃত্ব প্রদান করছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য মানসম্পন্ন পোশাক পরিচ্ছেদ, আভিযানিক সক্ষমতা বৃদ্ধি কল্পে যন্ত্রপাতিসামগ্রী, যানবাহন, আধুনিক অস্ত্রশস্ত্র মেডিকেল ও শল্যচিকিৎসাসামগ্রী ক্রয়ে অবদান রেখেছেন। এ ছাড়াও ২০২০ সালের করোনা মহামারিতে উল্লেখযোগ্য কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করেছেন। যা তার পেশাগত দায়িত্বে ভিন্ন মাত্রা যোগ করেছেন। নিম্নে তার উল্লেখযোগ্য কার্যক্রম সংক্ষেপে আলোকপাত করা হলো-

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অবদান বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় ডিজিটালাইজেশন, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, দক্ষ জনবল বাছাইয়ে বিভিন্ন ধাপ সংযোজনের ফলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হয়েছে। যা পুলিশ সম্পর্কে সাধারণ জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আধুনিকীকরণ ও স্বচ্ছ প্রক্রিয়ার উদ্ভাবন করেছেন, যা পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধিতে সহায়তা করেছে।

মো. মাজহারুল ইসলাম বাংলাদেশ পুলিশের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন আধুনিক মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা চালুকরণে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এ ছাড়া প্রতিটি পুলিশ সদস্যের জন্য দক্ষত উন্নয়ন কোর্স চালু করেছেন, যা পুলিশ বাহিনীর জন্য ভিন্নমাত্রা সংযোজন করেছে।

এ ছাড়াও সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনা, বাংলাদেশ পুলিশের পোশাক পরিচ্ছদসামগ্রী, পুলিশের আধুনিকীকরণে বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ, মেডিকেল ও শল্যচিকিৎসাসামগ্রী ইত্যাদি ক্রয়ে সততা, নিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে ব্যাপক অবদান রেখেছেন তিনি। বিভিন্ন ক্রয় কমিটির সভাপতি হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অর্থের সাশ্রয় ও সঠিক ব্যবস্থাপনায় অবদান রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা

ভারত বধের স্বীকৃতি হিসেবে ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

নবীজিকে (সা.) স্বপ্নে দেখার ৩ আমল

হজ ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের

বিএনপিতে যোগ দেওয়া সেলিমকে নিয়ে এলডিপি নেতাদের অভিযোগ

কারওয়ানবাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উদার-সৌহার্দ্যপূর্ণ রাজনীতির পরিবেশ নিশ্চিত করা হবে : শিবির সভাপতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় লাফ

ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

১০

দুটি বিষয়ের অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়

১১

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

১২

অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে

১৪

লালমাটিয়ায় এভেরোজ স্কুলে হামলা, শিক্ষক-কর্মচারী আহত

১৫

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক

১৬

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

১৭

তারেক রহমানের আসনে যাকে প্রার্থী করল এনসিপি

১৮

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেছেন

২০
X