শেখ হাসিনার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ মানুষের ওপর আওয়ামী সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম নির্যাতনে আহতদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। প্রতিদিনই সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন হাসাপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন।
সোমবার (১৯ আগস্ট) জেডআরএফর রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহম্মদ আমান উল্লাহর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়েছেন।
এসময় আহতদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন নেতারা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের পক্ষে আহতদের চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।
ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবর যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. আশফাক নবী কনক, ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. রাসেক আলম অভি, ডা. হাসান, ডা. রুশো, ডা. শাওন, ডা. সুমন, ডা. বাদশা, ডা. মনজুর, ডা. রায়হান, ডা. আসফি, ডা. নাইম, ডা. মাখলুকসহ চিকিৎসক নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আহতদের সাথে কথা বলেন।
মন্তব্য করুন