যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদত হোসেন এক শোকবার্তায় বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন ইসলাম প্রচারে একজন নিবেদিত প্রাণ। একইসঙ্গে তিনি ছিলেন একজন বারবার নির্বাচিত পার্লামেন্টারিয়ান। বাংলাদেশসহ সারা পৃথিবীতে ধর্মপ্রাণ মুসলমান মানুষের ভেতরে তার তাফসির অনুকরণীয় হয়ে থাকবে।
তারা বলেন, সাঈদী গত ১৩ বছর বন্দি অবস্থায় থাকাকালীন তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয়নি। তার মৃত্যু স্বৈরাশাসনের এক নির্দয় নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন